0.5 C
Toronto
শুক্রবার, মার্চ ২১, ২০২৫

ডিভোর্স না দিলে স্ত্রীর নগ্ন ছবি ভাইরালের হুমকি

ডিভোর্স না দিলে স্ত্রীর নগ্ন ছবি ভাইরালের হুমকি - the Bengali Times
প্রতীকী ছবি

ডিভোর্স চেয়ে আবেদন করেছেন স্বামী। কিন্তু তাতে রাজি নন স্কুলশিক্ষিকা স্ত্রী। এতে ক্ষুব্ধ হয়ে স্ত্রীর নগ্ন ছবি এবং যৌনতার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন স্বামী।

এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ওই নারী। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। ঘটনাটি ভারতের কর্নাটকের বেলাগাভির।

- Advertisement -

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তির অন্য নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক আছে। ওই নারীকে বিয়ে করতে চান তিনি। সেজন্য স্ত্রীকে ডিভোর্সে রাজি হতে চাপ দিচ্ছেন। কিন্তু স্ত্রী রাজি নন। এ কারণেই তার নগ্ন ছবি এবং যৌনতার ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন অভিযুক্ত।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের আশঙ্কায় ওই ব্যক্তি বাড়ি থেকে পালিয়ে যান। এরপর বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টাও করেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পেলে তাকে জেল হেফাজতে রাখা হবে।

- Advertisement -

Related Articles

Latest Articles