2.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

২০২৪ সাল চলবে ১৯৯৬ সালের ক্যালেন্ডারে!

২০২৪ সাল চলবে ১৯৯৬ সালের ক্যালেন্ডারে! - the Bengali Times

২৮ বছর আগের ক্যালেন্ডার দিয়েই চলে যাবে চলতি বছর। অবাক করার বিষয় হলেও ঘটছে আসলে তেমনটাই। ১৯৯৬ সালের ক্যালেন্ডার দিয়েই চলে যাবে ২০২৪ সাল।

- Advertisement -

১৯৯৬-২০২৪ এই দুটি বছরের প্রথম দিনই শুরু হয়েছে সোমবার দিয়ে। বছর দুটিতে আছে লিপইয়ার বা অধিবর্ষ। আর সেকারণেই ১৯৯৬ সালের ক্যালেন্ডার চলতি বছরেও ব্যবহার করা যাবে।

১৯৯৬ সালের সঙ্গে আরও একটি মিল রয়েছে চলতি বছরের। ১৯৯৬ সালে বসেছিল অলিম্পিকের আসর, এ বছর বসবে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর। তবে দিন-তারিখ ভিন্ন হবে।

চলমান ২০০ বছরের একই ক্যালেন্ডার হুবহু মিলে যাওয়া ঘটনা ঘটছে/ঘটবে সাত বার। ১৯৪০, ১৯৬৮, ১৯৯৬, ২০২৪, ২০৫২, ২০৮০ ও ২১২০ সালে ঘটেছে এবং ঘটবে এই কাণ্ড।

সূত্র: এবিসি নিউজ

- Advertisement -

Related Articles

Latest Articles