17.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

নৌকা থেকে ছিটকে পড়লেন ইনু!

নৌকা থেকে ছিটকে পড়লেন ইনু! - the Bengali Times
হাসানুল হক ইনু

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিনের কাছে হেরে যেতে পারেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও নৌকা প্রতীকের প্রার্থী হাসানুল হক ইনু। ১৪ দলীয় জোটের অংশ হিসেবে নৌকা প্রতীক নিয়ে তিনি ভোটে অংশ নেন।

নির্বাচনী তিনি পেয়েছেন ৩৬ হাজার ৭৩১ ভোট। আর ৪১ হাজার ২৮২ ভোট পেয়ে এগিয়ে আছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন। রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালটে ভোটগ্রহণ হয়। মোট ৫০টি কেন্দ্রের অধিকাংশ কেন্দ্রে ইনুর থেকে এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী। কুষ্টিয়া-২ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫১ হাজার ৯৩৬। আর ভোটকেন্দ্রের সংখ্যা ১৬১ টি।

- Advertisement -

উল্লেখ্য, টানা তিনবার মহাজোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর মধ্যে একবার সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি।

- Advertisement -

Related Articles

Latest Articles