10.7 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ, তোপের মুখে শ্রাবন্তীপুত্র

প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ, তোপের মুখে শ্রাবন্তীপুত্র
ছবি সংগৃহীত

বহুদিন ধরেই কলকাতার মডেল দামিনীর সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের একমাত্র পুত্র অভিমন্যু। বর্ষবরনের পার্টিতেও একসঙ্গে সময় কাটিয়েছেন এই জুটি।

সেই ছবিগুলোও প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে দেখা গেছে, নতুন বছরের পার্টিতে মদে ডুবে আছেন শ্রাবন্তী পুত্র। প্রেমিকের সঙ্গেও অন্তরঙ্গ অবস্থায় দেখা মেলেছে তার।

- Advertisement -

যা দেখেই রীতিমতো ক্ষেপে উঠেছেন নেটিজেনরা। কেউ বলেছেন, মায়ের টাকা থাকলে ছেলে এভাবেই বিগড়ে যায়। কেউ আবার বলেছেন, সম্পর্কের বিষয়ে মায়ের পথেই হাঁটবেন ছেলে।

আরও অনেক নোংরা নোংরা মন্তব্যে ভাসিয়েছেন অভিনেত্রীর পুত্রকে। যেখানে ছাড় মেলেনি শ্রাবন্তী কিংবা দামিনীরও। তবে সমালোচকদের মন্তব্যের কোনো জবাই দিতে দেখা যায়নি এই তারকাপুত্রকে।

উল্লেখ্য, অভিমন্যু-দামিনীর প্রেমের বিষয়টি জানেন শ্রাবন্তী নিজেও। ইতোমধ্যেই ছেলের প্রেমিকাকে হবু পুত্রবধূর তকমা দিয়েছেন তিনি। সময় পেলেই তাদের দুজনকে সঙ্গে নিয়ে ঘুরতে বেড়িয়ে পড়েন অভিনেত্রী।

প্রসঙ্গত, শ্রাবন্তী ও তাঁর প্রথম স্বামী পরিচালক রাজীব বিশ্বাসের একমাত্র সন্তান অভিমন্যু। ভবিষ্যতে টলিউড ইন্ডাস্ট্রিতেই কাজ করার ইচ্ছে ঝিনুকের। তবে অভিনয় নয়, বাবার মতো ক্যামেরার পিছনে কাজ করতে আগ্রহী তিনি। ইতিমধ্যেই মানবজমিন ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন শ্রাবন্তীর ছেলে।

- Advertisement -

Related Articles

Latest Articles