14.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

বিয়ের একমাস পার না হতেই কেন মনখারাপ সায়নীর?

বিয়ের একমাস পার না হতেই কেন মনখারাপ সায়নীর? - the Bengali Times
অভিনেত্রী সায়নী দত্ত

এক মাসও হয়নি বিয়ে করেছেন অভিনেত্রী সায়নী দত্ত। বিয়ের পর মাস পার না হতেই মনখারাপ তার। বিয়ের সব ছবিতে হাসিমুখেই ধরা দিয়েছেন অভিনেত্রী। কিন্তু হঠা কী হলো তার?

আসলে বিয়ের আনন্দ শেষ। এবার সবার বাড়ি ফেরার পালা। সায়নীর ভাইয়ের ছেলে চলে যাচ্ছে। তাই মন খারাপ হচ্ছে অভিনেত্রীর। ছোট ভাইপোর সঙ্গে ছবি দিয়ে অভিনেত্রী লেখেন, ‌‘আমার ছেলের সঙ্গে শেষ দিন।’ ভাইপোকে নিজের সন্তানের মতোই ভাবেন তিনি। সে চলে গেলে মনখারাপ তো হবেই।

- Advertisement -

এদিকে সায়নীর স্বামী গুরবিন্দরজিৎ সামরাও উড়ে গিয়েছেন লন্ডনে, নিজের কর্মস্থলে। আপাতত সায়নী থাকবেন মুম্বাইয়ে। সেখানে তার কিছু কাজ রয়েছে। তার পর এক সপ্তাহের জন্য যাবেন লন্ডনে। ফিরে এসে মুম্বইয়ে আরও একটি রিসেপশন হবে।

সায়নী বলেন, ‘মুম্বাইয়ের রিসেপশনে আমন্ত্রিতর তালিকায় আমি যাদের সঙ্গে কাজ করেছি, তারা সকলেই থাকবেন। আর তা ছাড়া অভিনেতা জ্যাকি শ্রফকে নিমন্ত্রণ করতে চাই। তাই তিনি যে দিন ডেট দেবেন, সে দিনই আমার রিসেপশন হবে।

- Advertisement -

Related Articles

Latest Articles