
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, আওয়ামী লীগের ঘরে শিগগিরই আগুন লাগবে। এই সরকার গণদুশমন। এদের মন্ত্রী এক কথা বলে, সচিব আরেক কথা বলে।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তেল, গ্যাস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ নাগরিক ঐক্য আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
মান্না বলেন, ডিজেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে সরকার মালিকদের সমর্থন দিয়ে বাস ভাড়া বাড়িয়ে দিয়েছে। তারা মেট্রোরেল বানাচ্ছে, অথচ মানুষের পেটে ক্ষুধা; এই উন্নয়নের কোনো মানে নেই।
ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে তিনি বলেন, বৃহস্পতিবার ইউপি নির্বাচনে আটজন মানুষ মারা গেছে। বিরোধী কোনো পার্টি নেই। নিজেরা নিজেরাই মারামারি করছে।
মান্না বলেন, একশটির বেশি দেশ মনে করে বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই। যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ করেনি। ক্ষমতা দখল করে মানুষকে শোষণ করে নাম দিয়েছে রোল মডেল। কোন দেশ এই রোল মডেলের কথা বলেছে, অনুসরণ করেছে- তা জানতে চাই।
তিনি বলেন, ১৩ লাখ রোহিঙ্গা ফেরত দেওয়ার কোনো প্রক্রিয়া নেই। লন্ডন, প্যারিস, জার্মানি, ইতালি কোথাও গিয়ে রোহিঙ্গা বিষয়ে কথা বলেননি। সব চোর, ডাকাতকে ধরে নিয়ে এমপি, মন্ত্রী বানিয়েছেন।