
ছেলেকে নিয়ে এখনও দুশ্চিন্তা কাটছে না শাহরুখ খানের। আরিয়ান খানের সুরক্ষায় এরই মধ্যে দেহরক্ষী নিয়োগের পরিকল্পনা করেছেন বলিউড বাদশা।
খান পরিবারের ঘনিষ্ঠ সূত্রে খবর, অচেনা কোনো ব্যক্তির সঙ্গে স্বচ্ছন্দ বোধ করেন না আরিয়ান। ছেলের নিরাপত্তার খাতিরে তাই আরও এক ধাপ এগিয়ে গেলেন শাহরুখ। চেনা মানুষের হাতেই তুলে দিলেন ছেলের সুরক্ষার ভার।
খুব শিগগিরই কাজে ফিরবেন শাহরুখ। শুরু করবেন ‘পাঠান’ ছবির শ্যুট। বিদেশ যাওয়ার আগে নিজের দেহরক্ষী রবি সিংহকেই রেখে যাবেন আরিয়ানের সঙ্গে। আর নিজের জন্য নতুন দেহরক্ষী নিয়োগ করবেন কিং খান।
প্রত্যেক শুক্রবার মাদকবিরোধী সংস্থার দপ্তরে হাজিরা দিতে যাচ্ছেন আরিয়ান। মাদককাণ্ডে নতুন তদন্ত দল গঠন হওয়ায় তাকে ঘনঘন ডাকা হতে পারে বলেও মনে করছেন শাহরুখ। তাই শহর ছাড়ার আগে ছেলেকে বিশ্বস্ত কারও সুরক্ষায় রেখে যেতে চাইছেন।
বহু বছর ধরেই শাহরুখের ছায়াসঙ্গী রবি। কিং খানকে আগলে রাখাই তার প্রধান দায়িত্ব। প্রতি বছর শাহরুখের নিরাপত্তারক্ষী ২ কোটি ৭০ লাখ টাকা বেতন পান। অর্থাৎ মাস গেলে ২২ লাখ টাকার কিছু বেশি টাকা পান রবি।
বলিউডে যেসব নিরাপত্তারক্ষীর বেতন সবচেয়ে বেশি, রবি তাদের অন্যতম। শাহরুখের পরে এবার তার ছেলেকে সুরক্ষিত রাখার গুরুদায়িত্বও উঠল রবির কাঁধে।