2.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ভোলা মাস্টারের সঙ্গে

ভোলা মাস্টারের সঙ্গে - the Bengali Times

জনগণের সত্যিকার প্রতিনিধি তারাই যারা জনগণের দ্বারা, জনগণের জন্যে এবং জনগণের ভোটে নির্বাচিত হন। জনাব শামসুল হক ভোলা মাষ্টার তেমনি একজন মানুষ যিনি ইউপি সদস্য ছিলেন, উপজেলা চেয়ারম্যান ছিলেন এবং সর্বশেষ ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান হয়েছিলেন।

- Advertisement -

এ কে আজাদের সাম্প্রতিক নির্বাচনে ভোলা ভাইয়ের সাথে বেশ কয়েকদিন ঘনিষ্টভাবে কথা বলার ও মেশার সুযোগ হয়েছিল। মোমিন খাঁর হাটে আজাদ ভাইয়ের নির্বাচনী জনসভায় এমনকি তিনি তার বক্তৃতায় আমার ও আমার আব্বা সম্পর্কে বললেন মিনিট খানেক। পরের দিন আমার টরন্টো ফ্লাইট থাকায় বিদায় নেবার সুযোগও পাই নি। তবে যেহেতু তিনি ছিলেন আজাদ ভাইয়ের প্রধান নির্বাচনী এজেন্ট ফলে কয়েকটি দিনই আমি তাঁর কথাবার্তা ও কাজ কর্ম মনযোগ দিয়ে লক্ষ্য করছিলাম।

একজন জাত ও খাঁটি জননেতা। নির্বাচনের আগের দিন দুস্কৃতকারীদের হামলায় আহত হয়েছিলেন, জানি না তিনি এখন কতখানি সুস্হ্য হয়েছেন। আমি তাঁর দ্রুত সুস্হ্যতা কামনা করি।

 

- Advertisement -

Related Articles

Latest Articles