9.7 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

গর্ভকালীন আরএসভি ভ্যাকসিন অনুমোদন

গর্ভকালীন আরএসভি ভ্যাকসিন অনুমোদন
নবজাতক ও বয়স্ক উভয়কেই আরএসভি থেকে সুরক্ষায় ভ্যাকসিন অনুমোদন করেছে হেলথ কানাডা

নবজাতক ও বয়স্ক উভয়কেই আরএসভি থেকে সুরক্ষায় ভ্যাকসিন অনুমোদন করেছে হেলথ কানাডা। ভ্যাকসিনটি প্রস্তুত করেছে ফাইজার এবং গর্ভবতী মায়েদের প্রয়োগ করা হবে, যাতে করে অনাগত সন্তানের সুরক্ষা নিশ্চিত হয়।

ফাইজার বলেছে, অ্যাব্রিসভো নামের ভ্যাকসিনটি ৬০ বছর ও তার বেশি বয়সীদের ক্ষেত্রেই অনুমোদন করা হয়েছে।

- Advertisement -

জিএসকে প্রস্তুতকৃত আরেকটি আরএসভি ভ্যাকসিনও গত আগস্টে অনুমোদন করে হেলথ কানাডা।

যদিও আরএসভির কারণে ঠান্ডা লাগার মতো উপসর্গ দেখা দেয় এবং অধিকাংশ আক্রান্তই নিজে নিজেই সেরে ওঠে। কিন্তু শিশু ও বয়স্কদের লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টসে গুরুতর সংক্রমণের ঝুঁকি থাকে।

হেলথ কানাডার উপাত্ত বলছে, নতুন আরএসভি ভ্যাকসিনটি অনুমোদন দেওয়া হয়েছে ২১ ডিসেম্বর। কিন্তু ফাইজার এটির প্রথম ঘোষণা দেয় ৪ জানুয়ারি।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles