6.9 C
Toronto
শনিবার, মে ৩, ২০২৫

সহঅভিনেতার প্রেমে মজেছেন শ্রীদেবী কন্যা খুশি!

সহঅভিনেতার প্রেমে মজেছেন শ্রীদেবী কন্যা খুশি! - the Bengali Times
শ্রীদেবী কন্যা খুশি কাপুর

প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী ও নির্মাতা বনি কাপুরের দুই মেয়ে— জানভি ও খুশি কাপুর। বলিউড সিনেমায় নাম লেখিয়ে বেশ খ্যাতি কুড়িয়েছেন তাদের বড় মেয়ে জানভি। দীর্ঘ অপেক্ষার পর গত বছর ‘দ্য আর্চিস’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় রাখেন খুশি কাপুর। এদিকে জোর গুঞ্জন উড়ছে, সহঅভিনেতার প্রেমে মজেছেন খুশি কাপুর।

জোয়া আখতার নির্মিত ‘দ্য আর্চিস’ সিনেমা গত ২২ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পায়। এ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন খুশি কাপুর ও বেদাং রায়না। বেদাং রায়নার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন খুশি। হিন্দুস্তান টাইমস এ খবর প্রকাশ করেছে।

- Advertisement -

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, ‘‘দ্য আর্চিস’ সিনেমার শুটিং সেট থেকে কাছাকাছি আসার শুরু খুশি কাপুর ও বেদাং রায়নার। বেশকিছু দিন ধরে সম্পর্কে রয়েছেন তারা। কিন্তু তারা তাদের ব্যক্তিগত সম্পর্কের দিকে এখন নজর দিতে চান না।’’

এ জুটি চান না তাদের সম্পর্কের খবর প্রকাশ্যে আসুক। এ বিষয়ে সূত্রটি বলেন, ‘খুশি-বেদাং পরস্পরের মাঝে সুখ খুঁজে পেয়েছেন এবং ডেট করছেন। তারা পরস্পরের সঙ্গে কমফোর্ট। তারা নানা বিষয় নিয়ে একে অন্যের সঙ্গে ‍যুক্ত রয়েছেন। তারা একসঙ্গে সময় কাটাতে খুব পছন্দ করেন। কিন্তু তারা তাদের প্রাইভেসি রক্ষা করতে চান।’

এর আগে কফি উইথ করন অনুষ্ঠানে খুশির সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্নের মুখে পড়েন বেদাং। কিন্তু তা অস্বীকার করে এ অভিনেতা বলেন, ‘মিথ্যা, এ খবর সত্যি নয়।’

সম্পর্কের কথা স্বীকার না করার কারণ ব্যাখ্যা করে সূত্রটি বলেন, ‘খুশি-বেদাং মাত্রই ক্যারিয়ার শুরু করলেন। তারা চান না পেশাগত কাজ থেকে ব্যক্তিগত জীবন আলোচনায় আসুক। আর এ কারণে তারা তাদের সম্পর্কের বিষয়টি কখনো স্বীকার করেননি।’

- Advertisement -

Related Articles

Latest Articles