17.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

জীবনের ম্যাচে হেরে গেলেন ‘টেনিস সুন্দরী’!

জীবনের ম্যাচে হেরে গেলেন ‘টেনিস সুন্দরী’! - the Bengali Times
শোয়েব মালিক সানিয়া মির্জা ইজহান

টেনিস কোর্টে বিশ্বের তারকা খেলোয়াড়কে বলে কয়ে অসংখ্য ম্যাচে হারিয়েছেন সানিয়া মির্জা। অথচ জীবনের কঠিন ম্যাচে হেরে গেলেন ভারতীয় এই টেনিস কিংবদন্তি।

পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের সঙ্গে সানিয়া মির্জার দীর্ঘ ১৩ বছরের সংসার ভেঙেচুরমার হয়ে গেল। শোয়েব মালিক স্ত্রী সানিয়া মির্জাকে ছেড়ে পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন।

- Advertisement -

সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের পর পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শোয়েব মালিক ইনস্টাগ্রামে নিজেই বিয়ের কথা জানান।

বুধবার সানিয়া মির্জা সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বিচ্ছেদের ইঙ্গিত দিয়ে লেখেন, ‘বিয়ে কঠিন। বিচ্ছেদও কঠিন। নিজের কঠিনটাকে বেছে নিন। স্থূলতা ভাল নয়। ফিট থাকাও কঠিন। নিজের কঠিনটা বেছে নিন। ঋণের মধ্যে থাকা কঠিন। অর্থনৈতিক শৃঙ্খলা বজায় রাখা কঠিন। নিজের কঠিনটা বেছে নিন। জীবন কখনও সহজ নয়। এটা সব সময় কঠিন। কিন্তু আপনি আপনার কঠিনটা বেছে নিতে পারেন। বেছে নিন।’

২০১০ সালে মুসলিম রীতিঅনুসারে পাকিস্তানের শিয়ালকোটে বিয়ে হয় সানিয়া মির্জা ও শোয়েব মালিকের। ২০১৮ সালে জন্ম হয় সানিয়া-শোয়েবের একমাত্র পুত্রসন্তান ইজহানের। সন্তানের বয়স পাঁচ বছর পৌঁছাতেই বিচ্ছেদ হয়ে গেলে সানিয়া-শোয়েবের।

- Advertisement -

Related Articles

Latest Articles