
স্কারবোরোর বির্চমাউন্ট পার্ক এলাকায় তরুণীদের প্রলুব্ধ করার চেষ্টাকারী এক চালকের ব্যাপারে জন নিরাপত্তা সতর্কতা জারি করেছে টরন্টো পুলিশ। সোমবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে টরন্টো পুলিশ বলেছে, সেপ্টেম্বর থেকেই এ ধরনের ঘটনা ঘটছে।
পুলিশের তথ্য মতে, বির্চমাউন্ট ও ড্যানফোর্থ রোডস এলাকায় হাল্কা রঙের একটি এসইউভির চালক তরুণীদের দিকে এগিয়ে যান এবং তাদের সঙ্গে আলাপ শুরু করেন। এরপর তাদেরকে তার গাড়িতে উঠতে প্রলুব্ধ করেন। গত দুই মাসে এ ধরনের একাধিক ঘটনা ঘটেছে।
গাড়িটি পুরনো মডেলের এবং এর রঙ হাল্কা কৃষ্ণাঙ্গ ওই চালকের বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে হবে। পুলিশ গাড়িটির একটি ছবি প্রকাশ করে এ ব্যাপারে কারও কাছে কোনো তথ্য থাকলে তা তদন্তকারীদের তা সরবরাহ করতে অনুরোধ জানিয়েছে।