9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

সাফা এখন সিঙ্গেল, কেউ নেই প্রেম করার

সাফা এখন সিঙ্গেল, কেউ নেই প্রেম করার - the Bengali Times
সাফা কবির

সাফা কবিরের বন্ধু-বান্ধবদের মধ্যে জোভান, তৌসিফ, সিয়াম, টয়া সবাই বিয়ে করে ফেলেছেন। কিছুদিন আগেও পাঁচজনের মধ্যে কেবল জোভান আর সাফাই অবিবাহিত ছিলেন। কিন্তু এই শীতে জোভানও বিয়ে করে ফেললেন। যার কারণে স্বভাবতই সাফা এখন ‘বিপদে’ অর্থাৎ একা।

কারণ, পাঁচ বন্ধুর মধ্যে কেবল তারই বিয়ে করা বাকি। এখন তাই প্রশ্ন একটাই—সাফার বিয়ে কবে? এমন প্রশ্নে সাফা বলেন, ‘আগে আমাকে আর জোভানকে বিয়ে নিয়ে ধরত। এখন আমি একা। এখন সবাইকে বলি, তোদের সবার বাচ্চা হওয়ার পর আমার বিয়ে। তোরা সন্তানদের নিয়ে আমার বিয়ে খেতে আসিস। আর বলি, বন্ধুদের মধ্যে ব্যাচেলর থাকার দরকার আছে। তাদের বিবাহবার্ষিকীসহ নানা আনুষ্ঠানিকতায় কী পরব, কীভাবে সাজব, সেসব ভেবেই দিন কাটে। আমার বিয়ে নিয়ে ভাবি না।’

- Advertisement -

অভিনেত্রী জানান, বিয়ে নিয়ে এখনো তেমন কোনো ভাবনা নেই। নেই পছন্দের পাত্রও। থাকলে নাকি বিয়ে করে ফেলতেন। তবে ব্যাচেলর জীবনটাও দারুণ কাটাচ্ছেন। বন্ধু ও বন্ধুদের স্ত্রীদের সঙ্গেও দারুণ সময় কাটে। সাফা বলেন, ‘বিয়ে তো করতেই হবে। এটা সময় হলেই হবে। মা-বাবা মাঝেমধ্যে জানতে চান, পছন্দের কেউ আছে কি না। পছন্দের কেউ থাকলে হয়তো বিয়েটা হয়ে যেত।’

- Advertisement -

Related Articles

Latest Articles