
টরন্টোতে ক্যানাবিসের খুচরা বিক্রয়কেন্দ্র খোলার লাইসেন্স প্রদান আরও দুই বছর বন্ধ রাখার দাবি জানিয়েছেন দুই সিটি কাউন্সিলর। কাউন্সিলর ক্রিস্টিন ওং-ট্যাম ও কাউন্সিলর পলা ফ্লেচার হয় এ সপ্তাহেই এ সংক্রান্ত একটি প্রস্তাব আনবেন অথবা প্রাইভেট মেম্বার বিল আনবেন।
বিল ২৯ নামে একটি আইন এরই মধ্যে পাস হয়েছে। টরন্টো-ড্যানফোর্থের ইস্ট-এন্ড রাইডিংয়ের প্রতিনিধিত্বকারী ফ্লেচার সোমবার সিপি২৪কে বলেন, অনেক ক্যানাবিস স্টোর আছে। কিন্তু সমস্যা হলো এগুলো নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ। ৬৯৮ কুইন স্ট্রিট ইস্ট ও ৮০০ কুইন স্ট্রিট ওয়েস্টে স্টোর চালুর জন্য গত বছর আমরা চারটি আবেদন পেয়েছি। অর্থাৎ একটি স্কুলের কাছেই চারটি দোকানের আবেদন, যেখানে ক্যানাবিসের স্টোর থাকা উচিত নয় বলে আমরা মনে করি। আমি খারাপ কোনো বার্তা দিতে চাই না। মারিজুয়ানা বৈধ করার পক্ষে আমিও। কিন্তু এক জায়গায় অনেক দোকান টরন্টোর কিছু কিছু স্থানে সমস্যা সৃষ্টি করছে।
২০১৮ সালে কানাডায় ক্যানাবিস বৈধ হওয়ার পর অন্টারিও সরকার মিউনিসিপ্যালিটিগুলোকে তাদের কমিউনিটিতে দোকানে তা বিক্রির অনুমতি দেয়।