7.8 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

আর্টেমিস-২ চন্দ্র অভিযান পেছাচ্ছে

আর্টেমিস-২ চন্দ্র অভিযান পেছাচ্ছে - the Bengali Times
আর্টেমিস ২ চন্দ্র অভিযান পেছানো হবে বলে জানিয়েছে নাসা চলতি বছরের নভেম্বরে অভিযান শুরু কথা ছিল এই অভিযানের অংশ হিসেবে আছেন কানাডিয়ান অ্যাস্ট্রনট জেরেমি হ্যানসেন

আর্টেমিস-২ চন্দ্র অভিযান পেছানো হবে বলে জানিয়েছে নাসা। চলতি বছরের নভেম্বরে অভিযান শুরু কথা ছিল। এই অভিযানের অংশ হিসেবে আছেন কানাডিয়ান অ্যাস্ট্রনট জেরেমি হ্যানসেন।

আসন্ন অভিযানের হালনাগাদ সময় উল্লেখ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটি। তারা বলেছে, অভিযানটি ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে যাবে। কিছু কারিগরি সমস্যা ও প্রস্তুতির জন্য আরও সময় নেওয়ার কারণেই অভিযান পিছিয়ে দেওয়া হচ্ছে। এর পরবর্তী আর্টেমিস-৩ অভিযান পিছিয়ে যাবে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত। ৫০ বছরের বেশি সময় পর চন্দ্র অভিযান হতে যাচ্ছে।

- Advertisement -

১৯৭২ সালে অ্যাপোলোর পর প্রথম চন্দ্র অভিযানে হ্যানসেনের সঙ্গী নাসার বরিষ্ঠ অ্যাস্ট্রোনট রিড ভাইজম্যান, ভিক্টর গ্লোভার এবং ক্রিস্টিনা কোচ। হ্যানসেনের ব্যাকআপ হিসেবে নভেম্বরে আরেক কানাডিয়ান অ্যাস্ট্রোনট জেনি গিবন্সের নাম ঘোষণা করা হয়।

- Advertisement -

Related Articles

Latest Articles