7.3 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

এক সিগারেটের প্যাকেটেই কোটি টাকার সোনা

এক সিগারেটের প্যাকেটেই কোটি টাকার সোনা
ছবি সংগৃহীত

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কনভেয়ার বেল্টে অনেকক্ষণ ধরে ঘুরছিল বিদেশি ব্র্যান্ডের একটি সিগারেটের প্যাকেট। সন্দেহের বশে সেই প্যাকেট হাতে নিয়ে খুলতেই চক্ষু চড়কগাছ গোয়েন্দা সংস্থা ও কাস্টমস গোয়েন্দা কর্মকর্তাদের।

প্যাকেট থেকে একে একে উদ্ধার হলো সোনার ১৪টি বার। এর মধ্যে ১২টি ছিল প্যাকেটের ভেতরে ও দুইটি প্যাকেটের বাইরে স্কচটেপ মোড়ানো। গতকাল শুক্রবার এ ঘটনাটি ঘটেছে।

- Advertisement -

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা মো. আল আমিন প্রধান গণমাধ্যমকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এয়ার আরাবিয়ার একটি উড়োজাহাজ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

তাদের ধারণা, কোনো চোরাকারবারি আমিরাত থেকে এসব সোনা এনেছেন। বিমানবন্দরে বিভিন্ন সংস্থার তৎপরতা দেখে ব্যাগ থেকে সোনার বার ভর্তি সিগারেটের প্যাকেট কনভেয়ার বেল্টে রেখে দেন। উদ্ধার করা সোনার বারগুলোর ওজন ১ কেজি ৬০০ গ্রাম। বাজারমূল্য ১ কোটি ২৮ লাখ টাকা। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles