8.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

স্ত্রীর কাছে যৌন অক্ষমতা লুকিয়ে বিপাকে স্বামী

স্ত্রীর কাছে যৌন অক্ষমতা লুকিয়ে বিপাকে স্বামী - the Bengali Times
প্রতীকী ছবি

প্রায় এক বছর আগে বিয়ে হয়েছে তাদের। তবুও নিজের শারীরিক সমস্যার কথা স্ত্রীকে (৩২) জানাননি। বিষয়টি জানার পর স্বামীর (৪০) বিরুদ্ধে প্রতারণা ও নিষ্ঠুরতার অভিযোগে মামলা করলেন স্ত্রী। ঘটনাটি ভারতের মহারাষ্ট্র্রের ঠাণে এলাকার। খবর ডেকান হেরার্ল্ডের।

পুলিশ জানিয়েছে, ২০২৩ সালের জুন মাসে ওই দম্পতির বিয়ে হয়। তবে স্বামী যে সন্তানের জন্ম দিতে অক্ষম, সে কথা বিয়ের আগে স্ত্রীকে জানানো হয়নি। বিয়ের কয়েক মাস পরে মেডিকেল রিপোর্ট দেখে বুঝতে পারেন তিনি।

- Advertisement -

জিজ্ঞাসাবাদে ওই নারী বলেন, শারীরিক সমস্যার জন্য তার স্বামী চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন। কিন্তু স্ত্রীর কাছ থেকে বিষয়টি সম্পূর্ণ গোপন রাখা হয়। পরে চাপ দিলে তিনি বিষয়টি স্বীকার করেন। এ ঘটনায় স্বামীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ও ৪৯৮ ধারায় মামলা করেছেন স্ত্রী।

- Advertisement -

Related Articles

Latest Articles