8.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ডিসেম্বরে কানাডার মূল্যস্ফীতি ৩.৪%

ডিসেম্বরে কানাডার মূল্যস্ফীতি ৩.৪% - the Bengali Times
কানাডার বার্ষিক মূল্যস্ফীতির হার ৩ দশমিক ৪ শতাংশে উন্নীত হয়েছে

ডিসেম্বরে কানাডার বার্ষিক মূল্যস্ফীতির হার ৩ দশমিক ৪ শতাংশে উন্নীত হয়েছে। এটাকে ব্যাংক অব কানাডার মূল্য স্থিতিশীলতা আনার পথে আরেকটি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

স্ট্যাটিস্টিকস কানাডা তাদের ভোক্তা মূল্য সূচক প্রতিবেদন ১৬ জানুয়ারি প্রকাশ করেছে। তাতে দেখা গেছে, কানাডিয়ানদের অব্যাহতভাবে আবাসন ও গ্রোসারি পণ্যের বাড়তি মূল্য মোকাবিলা করতে হচ্ছে।

- Advertisement -

নভেম্বরে হেডলাইন মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছিল ৩ দশমিক ১ শতাংশ। এর তুলনায় ডিসেম্বরে হেডলাইন মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার কারণ মূলত গত মাসের তুলনায় এক বছর আগে গ্যাসোলিনের দামের বড় পতন। ভিত্তি বছর প্রভাবের কারণে এই বৃদ্ধি অর্থনীতিবিদদের কাছে প্রত্যাশিতই ছিল। যুক্তরাষ্ট্রেও গত মাসে মূল্যস্ফীতির হার একইরকম বাড়তে দেখা গেছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগের প্রতিবেদনে দেখা যায়, দেশটিতে ডিসেম্বরের মূল্যস্ফীতি নভেম্বরের ৩ দশমিক ১ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৩ দশমিক ৪ শতাংশ।

কানাডিয়ানদের ক্ষেত্রে মূল্যবৃদ্ধির সবচেয়ে বড় প্রভাব পড়েছে আবাসন ও খাদ্যে। ডিসেম্বরে গ্রোসারির দাম বেড়েছে এক বছর আগের তুলনায় ৪ দশমিক ৭ শতাংশ। নভেম্বরেও মূল্যবৃদ্ধির হার এরকমই ছিল।

আবাসন সক্ষমতাও কানাডিয়ানদের আর্থিক পীড়নের আরেকটিচ উৎস। ১৬ জানুয়ারির প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত মূল্যস্ফীতির কারণ মূলত মর্টগেজের সুদহার বেড়ে যাওয়া। এর পরেই রয়েছে ভাড়া বৃদ্ধি।

আবাসনের ব্যয় বেড়েছে এক বছর আগের তুলনায় ৬ শতাংশ। স্ট্যাটিস্টিকস কানাডা বলছে, ২০২৩ সালে বার্ষিক মূল্যস্ফীতি ছিল গড়ে ৩ দশমিক ৯ শতাংশ। ২০২২ সালের তুলনায় তা অনেক কম। ২০২২ সালে বার্ষিক মূল্যস্ফীতির হার ছিল ৬ দশমিক ৮ শতাংশ, ৪০ বছরের মধ্যে যা সর্বোচ্চ।

- Advertisement -

Related Articles

Latest Articles