
চারপাশে ছুটছে অজস্র গাড়ি। এর মাঝেই মোটরসাইকেল চালাচ্ছেন এক যুবক। আর সামনে বসেই তাকে চাদর জড়িয়ে রেখেছেন প্রেমিকা। হ্যাঁ, ঠিকই পড়েছেন। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের মুম্বাইয়ে। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, সোশ্যাল মিডিয়ায় প্রায়ই তরুণ-তরুণীদের বিভিন্ন ধরনের ভিডিও নজরে আসে। কখনও মেট্রোতে, আবার কখনও মোটরসাইকেলে যুগলদের ঘনিষ্ঠতা দৃশ্য নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আর এবার যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে তরুণ-তরুণী কারো মাথায় হেলমেট নেই।
ফোনে যুক্ত হচ্ছে পারমাণবিক ব্যাটারি, চার্জ থাকবে ৫০ বছরফোনে যুক্ত হচ্ছে পারমাণবিক ব্যাটারি, চার্জ থাকবে ৫০ বছর
মাইক্রো ব্লগিং সাইট এক্সে প্রকাশিত ওই ভিডিওতে দেখা গেছে, ঘনিষ্ঠ অবস্থাতেই মোটরসাইকেলে চলেছেন তরুণ-তরুণী। সেই সময় পাশের একটি গাড়ি থেকে দৃশ্যটি ক্যামেরাবন্দি করা হয়। যদিও ভিডিওতে দুজনের কারো মুখ স্পষ্ট দেখা যায়নি। মুম্বাই পুলিশকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, বর্তমানে ভাইরাল হওয়ার জন্য মানুষ কত কীই না করে। ঠিক যেমনটা করেছেন এই যুগল। যেভাবে মোটরসাইকেল চালানোর সময়ে তারা রোম্যান্সে মত্ত ছিলেন তাতে যে কোনো মুহূর্তে বড় বিপদ হতে পারত। ওই যুগলের কড়া শাস্তি চেয়েছেন অনেকে।