9.6 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

কানাডায় পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত ডেভিড কোহেন

কানাডায় পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত ডেভিড কোহেন - the Bengali Times
কানাডায় পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে টেক নির্বাহী ডেভিড কোহেনের নাম নিশ্চিত করেছে মার্কিন সিনেটছবিরিকার্ডো সেভি গেটি ইমেজ

কানাডায় পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে টেক নির্বাহী ডেভিড কোহেনের নাম নিশ্চিত করেছে মার্কিন সিনেট। কোহেন এক সময় ফিলাডেলফিয়ার মেয়রের চিফ অব স্টাফের দায়িত্বও পালন করেছেন।

কোহেন একাধারে একজন আইনজীবী, লবিস্ট ও তহবিল সংগ্রাহক। মার্কিন কমিউনিকেশন জায়ান্ট কমকাস্টের জ্যেষ্ঠ উপদেষ্টা ও চিফ ডাইভারসিটি অফিসার হিসেবে দায়িত্ব পালনকারী কোহেনকে কানাডার রাষ্ট্রদূত হিসেবে গত জুলাইয়ে মনোনয়ন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

- Advertisement -

রাজনৈতিক আঙ্গিনায় কোহেনের আনাগোনা নতুন কিছু নয়। কমকাস্টের প্রাথমিক লবিস্ট হিসেবে দায়িত্ব পালন ছাড়াও কোহেন ১৯৯০ এর দশকে পাঁচ বছর কাটিয়েছেন ফিলাডেলফিয়ার মেয়র এড রেন্ডেলের চিফ অব স্টাফ হিসেবে। ২০২০ সালে জো বাইডেনের সফল নির্বাচনী প্রচারনায় তহবিল সংগ্রহ অনুষ্ঠানের আয়োজকও ছিলেন তিনি।

সেপ্টেম্বরে তার নিয়োগ নিয়ে শুনানির সময় কানাডা-যুক্তরাষ্ট্র সম্পর্কের উচ্ছ্বসিত প্রশংসা করেন কোহেন। তবে অটোয়ার দীর্ঘমেয়াদী চীন নীতি বাইডেন প্রশাসনকে অসহিষ্ণু করে তুলছে বলেও মন্তব্য করেন তিনি। পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক সিনেট কমিটির সামনে কোহেন বলেন, আমরা সবাই চীনের ব্যাপারে কানাডার নীতির কর্মকাঠামোর অপেক্ষায় আছি। চীনের ব্যাপারে কানাডার নীতি যাতে বাস্তবে প্রতিফলিত হয় সে বিষয়ে আলোচনায় অংশ নেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।

মার্কিন পরোয়ানার ভিত্তিতে হুয়াওয়ের নির্বাহী মেং ওয়ানঝুকে গ্রেপ্তারের ঠিক পরদিনই দুই কানাডিয়ান নাগরিক মাইকেল কভরিগ ও মাইকেল স্পাভরকে আটক করে চীন। কানাডা-চীন সম্পর্ক নাটকীয় মোড় নেয়। মার্কিন বিচার বিভাগ ওয়ানঝুর ডিফারড প্রসিকিউশনের ব্যাপারে সম্মতি দিলে ব্যানকুভার কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। এর বয়েক ঘণ্টার মধ্যেই দুই কানাডিয়ানও ছাড়া পান। কানাডার ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে হুয়াওয়ের সরঞ্জাম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে কিনা সে ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কিছু বলেনি অটোয়া। যদিও তার পাঁচ অংশীজনের চারটিই অর্থাৎ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া এরই মধ্যে হুওয়ারে যন্ত্রপাতি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে।

- Advertisement -

Related Articles

Latest Articles