8.1 C
Toronto
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

তবে কি ‘নতুন শুরু’র ইঙ্গিত দিলেন সানিয়া

তবে কি ‘নতুন শুরু’র ইঙ্গিত দিলেন সানিয়া - the Bengali Times
সানিয়া মির্জা

সম্পর্ক বোঝা হয়ে দাঁড়ালে, তা ভেঙে ফেলাই ভালো। দাম্পত্যে তৃতীয়জনের প্রবেশ ঘটলে আবার আগন্তুক হওয়াই উত্তম। শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদের পর সানিয়া মির্জা বিষণ্নতার অরণ্যে বেশিদিন নিজেকে লুকিয়ে রাখেননি।

কোনো চপল তরুণীর মতো উচ্ছ্বল-উজ্জ্বল আবারও ভারতের টেনিস সুন্দরী।

- Advertisement -

সামাজিক যোগাযোগমাধ্যমে তার একগুচ্ছ ছবি এবং একটি পোস্ট ঘিরে উড়ছে জল্পনার প্রজাপতি। সহাস্য সুশ্রী সানিয়া লিখেছেন, ‘সব কিছুই সম্ভব।’

সিল্কের গোলাপি শার্ট এবং ক্রিম ট্রাউজার্সে সানিয়াকে দেখাচ্ছে ঝলমলে রোদের মতো। তবে কি এই ছবি তার ‘নতুন শুরু’র ইঙ্গিত। আবার বিয়ে করছেন সানিয়া? সব কিছুই যে সম্ভব!

- Advertisement -

Related Articles

Latest Articles