9.9 C
Toronto
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

৮ বছর পর স্ত্রীকে প্রকাশ্যে আনলেন ইরফান পাঠান

৮ বছর পর স্ত্রীকে প্রকাশ্যে আনলেন ইরফান পাঠান - the Bengali Times
স্ত্রীর সঙ্গে পাঠান ছবি সংগৃহীত

বিয়ের ৮ বছর পূর্ণ হলো ভারতীয় সাবেক ক্রিকেটার ইরফান পাঠানের। আর অষ্টম বিবাহবার্ষিকীতে প্রথমবারের মতো তার স্ত্রীকে দেখা গেল। সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী সাফা বেগের একটি ছবি পোস্ট করেছেন এই অলরাউন্ডার।

এর আগে ২০১৬ সালে ইরফান পাঠান এবং সাফা বেগ বিয়ের পিঁড়িতে বসেছিলেন। তাদের সংসারে বর্তমানে দুই পুত্র রয়েছে। দুই ছেলের নাম ইমরান এবং সুলেমান।

- Advertisement -

ছবিটি পোস্ট করে এদিন ইরফান লেখেন, একাধিক চরিত্র যা দক্ষতার সঙ্গে একজন মানুষই পালন করছেন। মুড ভালো করে দেওয়ার মানুষ, কমেডিয়ান, সমস্যা তৈরি করার লোক, সবসময়ের সঙ্গী, বন্ধু, আমার দুই সন্তানের মা। এই সুন্দর সফরে আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে পেয়ে ধন্য। হ্যাপি এইথ আমার ভালোবাসা।

- Advertisement -

Related Articles

Latest Articles