6.6 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

মাহির ভাইরাল ভিডিও, আপলোডকারীর দুঃখপ্রকাশ

মাহির ভাইরাল ভিডিও, আপলোডকারীর দুঃখপ্রকাশ - the Bengali Times
রিমু রোজা খন্দকার ও সামিরা খান মাহি

সম্প্রতি ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহির একটি ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে একেবারে মেকআপবিহীন, সাদামাটা রূপে দেখা গেছে অভিনেত্রীকে। ভিডিওটি দেখে অনেকেই কটূ মন্তব্য করেছেন। গায়ের রং নিয়েও কেউ কেউ বর্ণবাদী মন্তব্য করেছেন। এ ঘটনায় মাহির পাশে দাঁড়ান তার সহকর্মী ও জ্যেষ্ঠ শিল্পীরা। ভিডিওটি যিনি করেছিলেন তিনিও এবার মাহির কাছে দুঃখপ্রকাশ করেছেন।

জানা গেছে, শুটিং সেটে মাহির সেই ভাইরাল ভিডিও ধারণ করেছিলেন সহশিল্পী রিমু রোজা খন্দকার। নাটক-সিনেমায় পার্শ্ব চরিত্রে কাজ করেন তিনি। ভিডিওটি রিল হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করার পর অনাকাঙ্ক্ষিতভাবে ট্রলের শিকার হন মাহি। যা নিয়ে কথাও বলেছেন তিনি।

- Advertisement -

বিষয়টি নিয়ে দুঃখপ্রকাশ করে রিমু বলেন, ‘অনেক রকমের ট্রল ও নিউজ হয়েছে একটা রিলকে ঘিরে। আমরা কি মজা করে কিছু করতে পারব না? সব কিছুকেই আপনাদের ট্রল করতে হবে? সামিরা খান মাহি বোন আমার, আমি ইচ্ছাকৃতভাবে এই কাজটি করিনি। তুই সামনে ছিলি যখন ভিডিওটি করি, তুই যখন বোনের বাচ্চাকে নিয়ে গাড়ি থেকে নেমেছিলি- ইন্ডিয়ান নায়িকারা যেভাবে গাড়ি থেকে নামে আমার ঠিক ও রকমই মনে হচ্ছিল। ফান (মজা) করে আমি আসলে এটা করেছিলাম। এটা নিয়ে এত ট্রল বা নোংরামি হবে, এমনটা বুঝতে পারিনি। বোন আমি সরি (দুঃখিত), আমি সরি।’

তিনি আরও বলেন, ‘এখন থেকে যদি আমি রিল করি তবে নিজের রিল করব বা সহশিল্পীদের সঙ্গে কোনো কনটেন্ট করব। তাদের ইচ্ছেতে। ফান করে আমরা একটা রিল করছি আর এর জন্য এত বড় একটা মানুষকে আপনারা কষ্ট দিয়ে এগুলো লিখবেন, এগুলো বলবেন এটা কেমন! যা যা আপনারা লিখছেন-বলছেন, আপনাদের কি ভাই-বোন নেই? মাথায় আছে কী বলছেন আপনারা? এটা খুবই বাজে একটা কাজ হয়েছে।’

এর আগে ভিডিওটি নিয়ে নিন্দুকদের উদ্দেশে মাহি বলেন, ‘মাঝেমধ্যেই অভিনেত্রীদের স্কিন কালার নিয়ে নানা ধরনের নেতিবাচক মন্তব্য শোনা যায়। নিজের বাইরেও অনেকের পোস্টে এমন মন্তব্য চোখে পড়ে। কিন্তু একজন অভিনেতার ক্ষেত্রে কিন্তু তেমনটা ঘটে না। এর কারণ আসলে অজানা। হয়ত আমরা অনেকেই মধ্যযুগীয় ধ্যান-ধারণা নিয়ে চলছি। আমি ব্যক্তিগতভাবে বরাবরই কাজকে গুরুত্ব দিয়েছি। এখন যে জায়গায় দাঁড়িয়ে সেখানেও অনেক চেষ্টা, কষ্ট, পরিশ্রম রয়েছে।’

- Advertisement -

Related Articles

Latest Articles