9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

বিবাহিত পুরুষের সাথে সম্পর্ক, মুকুট হারালেন মিস জাপান

বিবাহিত পুরুষের সাথে সম্পর্ক, মুকুট হারালেন মিস জাপান - the Bengali Times
ক্যারোলিনা শিনো

ইউক্রেনে জন্ম নিয়েছিলেন তিনি। তবুও প্রথা ভেঙে তাকে করা হয়েছিল মিস জাপান। সেই মুকুট দুই সপ্তাহও মাথায় রাখতে পারলেন না তিনি। স্থানীয় একটি ট্যাবলয়েড পত্রিকায় এক বিবাহিত ব্যক্তির সাথে তার সম্পর্কের খবর ফাঁস হওয়ার পরই তিনি পদত্যাগ করলেন।

ক্যারোলিনা শিনো (২৬) দুই সপ্তাহ আগে মিস জাপানের মুকুট জিতেছিলেন। যদিও তখন তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল।

- Advertisement -

তবে অনেকেই তিনি বিজয়ী হওয়াকে জাতি নিরপেক্ষতার জায়গা থেকে স্বাগত জানিয়েছিলেন। বলেছিলেন, তিনি রক্ষণশীল জাপানি সৌন্দর্য ধারণার প্রথা ভেঙেছেন।
স্থানীয় ম্যাগাজিনটি তার সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনে। শাকুনা বুনশুন নামের ম্যাগাজিনটির প্রতিবেদনে দাবি করা হয়, শিনো এক বিবাহিত পুরুষের সাথে সম্পর্কে রয়েছেন। যদিও এ বিষয়ে ওই ব্যক্তি কোনো প্রকাশ্য মন্তব্য করেননি।

সোমবার সুন্দরী প্রতিযোগীতার আয়োজকরা জানান, শিনো স্বীকার করেছেন ওই ব্যক্তি বিবাহিত ও তার পরিবার আছে। আয়োজকদের ভুল তথ্য দেয়ার জন্য ক্ষমা চান শিনো। সেই সাথে মুকুটও ত্যাগ করেন। মিস জাপান অ্যাসোসিয়েশন বিষয়টি নিশ্চিত করেছে।

ক্ষমা প্রার্থনা বার্তায় শিনো বলেছেন, ‌‘আমি সত্যিকারার্থেই এমন বড় ভুলের জন্য দুঃখিত। আমি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছি যারা আমাকে সমর্থন করেছেন।’

বাকি বছরের জন্য মিস জাপান পদটি ফাঁকাই থাকবে। কয়েকজন রানার আপ থাকার পরও কাউকে এই মুকুট পরানো হবে না।

- Advertisement -

Related Articles

Latest Articles