17.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

আস্ত টাওয়ার চুরি!

আস্ত টাওয়ার চুরি! - the Bengali Times
ছবি সংগৃহীত

চলতে চলতে হঠাৎই বন্ধ রেডিও। দীর্ঘক্ষণ কোনো খবর না-পাওয়ায় নানাবিধ জল্পনা শুরু হয় যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যে। রেডিও বন্ধ হওয়ার পেছনে কোনো রাজনৈতিক কারণ আছে কিনা, তা নিয়েও শুরু হয় কানাঘুষা।

শেষমেশ সব জল্পনার অবসান স্টেশনকর্তার ফেসবুক পোস্টে। ব্রেট আলমোরে নামে স্টেশনের জেনারেল ম্যানেজার কোনোরকম রাখঢাক না-রেখেই জানান, স্টেশন থেকে রাতারাতি ২০০ ফুটের রেডিও টাওয়ার গায়েব হওয়ার কারণেই বন্ধ রেডিও।

- Advertisement -

এদিকে স্টেশনের তরফে অভিযোগ পাওয়া মাত্রই নড়েচড়ে বসেছে প্রশাসন।

- Advertisement -

Related Articles

Latest Articles