
সেই থেকে আজ অবধি প্রতিটি সুন্দর সকালের জন্য শুধু সকালকেই ধন্যবাদ জানাই। তালিকা বড় করলে করা যায়। তাতে টুথপেষ্ট বদনা লুচি ভাজি ইত্যাদি চলে আসবে।
সেহেতু; একটি উজ্জ্বল দিনের জন্য দিনের কাছেই কৃতজ্ঞ থাকি। নেই কোন তৃতীয় পক্ষ। কে ল্যাং মারল, কে দিল পৈশাচিক গালাগালি অথবা তির্যক কথা চালাচালি হচ্ছে কোন ইনবক্সে তা নিয়ে সাত দশ ভাবি না।
একটি চমৎকার রাতের জন্য আলো আঁধারের প্রশংসা করি। মাঝে বৃষ্টি ছাতি কাদা মাটি, বাসের হাতল ধরে ঝুলে থাকা কিংবা বস নামক লোকটার খিস্তী এগুলোকে বলি পদ্ধতি।
যদিও রেগে গেলে শুধু চড় থাপ্পড় মারতে ইচ্ছে করে। রোগটা যেন কোথা থেকে আমার মধ্যে অনুপ্রবেশ করেছে। তবে, প্রয়োগ খুবই সামান্য। কেননা, একদিন ঘুমঘোরে তুমি বলেছিলে গোলাপ উঠেছে যার হাতে তাকে রাগতে নেই। সেই থেকে তুমি হলুদিয়া পাখি। তোমার সব কথা মানি।
সারাংশ, একটি সফল জীবনের জন্য ইতিহাস দেশ সমাজ ও পরিবারের কাছে আমি ঋণী। এর বাইরে গিয়ে চন্দ্রবিন্দুর সামনে দাঁড়ালে অমিল সুনামি হবে। যেমন, টেকসই হয় নি বিপদকালীন কোন তিথি। পদে পদে পড়ে গিয়ে আবার একাই যখন উঠে দাঁড়াই। অথবা ক্ষণিকের মন খারাপের কুণ্ডলী, এসব তবে কার দায়? কে গুদামজাত করে অন্তরে অন্যায়। কার ইশারায় চলে দুচারটা এদিক ওদিক। নাকি, রাজা বাদশাহ উজির নাজির এবং যিনি নাড়েন কলকাঠি অন্তকাল তারা শুধু ওয়ান ওয়েতে গাড়ি চালাবেন। উল্টো হলেই ওরে পাজি, অর্থাৎ আমি।
সারাংশ দুই, ব্যর্থ প্রাণের আবর্জনার মালিকানা আমার। তাই আঙ্গুল তুলি নিজের দিকে। সে আঙ্গুলে ঘি ঢালি না। তুমি রবে নীরবে। বাকি কথা পরে হবে। একান্তে, মুখোমুখি বসে। আপাতত তারা নিরাপদ থাকুক, ভুল কিংবা সঠিক, উপসংহারে যারা হয়েছে রঙিন।
সেই থেকে। হাঁ সেই থেকে শুধু অন্য কথা বলি। অন্যভাবে বলি। কথার স্যান্ডউইচ।
টরন্টো, কানাডা