5.1 C
Toronto
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

দক্ষিণ ভারতীয় সিনেমার প্রদর্শনী বাতিল করল সিনেপ্লেক্স

দক্ষিণ ভারতীয় সিনেমার প্রদর্শনী বাতিল করল সিনেপ্লেক্স - the Bengali Times
দক্ষিণ ভারতীয় একটি সিনেমার প্রদর্শনী বাতিল করেছে সিনেপ্লেক্স

দক্ষিণ ভারতীয় একটি সিনেমার প্রদর্শনী বাতিল করেছে সিনেপ্লেক্স। প্রিমিয়ারের দিন চলন্ত গাড়ি থেকে থিয়েটারের দিকে চারবার গুলির পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিনেপ্লেক্সের মুখপাত্র মিশেল সাবা বলেন, তাদের নিয়ন্ত্রণের বাইরে এমন পরিস্থিতির কারণে অ্যাকশনধর্মী সিনেমা ‘মালাইকোট্টাই ভালিবান’ এর প্রদর্শনী তারা বাতিল করেছেন। এ ঘটনার তদন্তকারী স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করছে সিনেপ্লেক্স।

- Advertisement -

ইয়র্ক রিজিয়নাল পুলিশ জানিয়েছে, একজন কর্মী গুলিতে একটি জানালা ভাঙা দেখতে পেয়ে ২৪ জানুয়ারি অন্টারিওর রিচমন্ড হিলের ওই থিয়েটারে তাদেরকে ডাকা হয়। একই দিন ভন, স্কারবোরো এবং ব্র্যাম্পটনের থিয়েটারেও একই ধরনের ঘটনার খবর পেয়ে সেখানে যায় পুলিশ। সবগুলো ঘটনাই ঘটে ভোরের দিকে এবং তাতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ইয়র্ক রিজিয়নাল পুলিশের মুখপাত্র লিসা মস্কালুক বলেন, তদন্তকারীদের বিশ^াস, ঘটনাগুলো পরস্পর সম্পর্কিত এবং উদ্দেশ্যমূলক।

 

- Advertisement -

Related Articles

Latest Articles