
চলছে চাকরির পরীক্ষা। আর সেই পরীক্ষা দিতে বরের সাজে হাজির এক যুবক। মাথায় পাগড়ি পরিহিত এমন পরীক্ষার্থীকে দেখেই চোখ কপালে ওঠে কেন্দ্রের পাহারায় থাকার পুলিশসহ বাকি কর্মকর্তাদের। আসলে সেদিন ছিল যুবকের বিয়ে। সব কিছু জানার পর তাকে পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয়।
তারপরেই তিনি চলে যান বিয়ে করতে। আর ততক্ষণ কেন্দ্রের বাইরে অপেক্ষা করেন সঙ্গে আসা বরযাত্রীরা। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ওই পরীক্ষার্থীর নাম প্রশান্ত যাদব। গত রবিবার সন্ধ্যায় তার বিয়ের লগ্ন ছিল। সে দিন সকালেই ছিল কনস্টেবল পদের নিয়োগ পরীক্ষা। তাই বাড়ি থেকে বরযাত্রী নিয়েই বের হয়েছিলেন তিনি। উত্তরপ্রদেশের মুধারি এলাকায় থাকেন প্রশান্ত। বিয়ে করতে তাকে যেতে হত বান্দা এলাকায়।
পুলিশ জানায়, মুধারি থেকে বান্দা যাওয়ার পথেই প্রশান্তের পরীক্ষাকেন্দ্র। তাই সকাল-সকাল বরের সাজে বেরিয়ে পড়েন তিনি। বরযাত্রীদের বাইরে রেখেই বিয়ের সাজে পাগড়ি মাথায় দিয়ে পরীক্ষা দিতে বসেন প্রশান্ত। পরীক্ষা শেষ হওয়ার পর রওনা দেন বিয়ের উদ্দেশে।