5.2 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

জনমত জরিপে লিবারেলদের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে ফোর্ডের পিসি পার্টি

জনমত জরিপে লিবারেলদের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে ফোর্ডের পিসি পার্টি - the Bengali Times
অন্টারিওর পিসি পার্টি তাদের জনপ্রিয়তা ধরে রাখলেও বনি ক্রম্বির লিবারলে পার্টিও প্রদেশের কিছু অঞ্চলে তাদের জনপ্রিয়তা পুনরুদ্ধার করছে

অন্টারিওর পিসি পার্টি তাদের জনপ্রিয়তা ধরে রাখলেও বনি ক্রম্বির লিবারলে পার্টিও প্রদেশের কিছু অঞ্চলে তাদের জনপ্রিয়তা পুনরুদ্ধার করছে। নতুন এক জনমত জরিপে এমনটাই উঠে এসেছে।

৬ ফেব্রুয়ারি প্রকাশিত লিয়াজোঁ স্ট্র্যাটেজিজের সমীক্ষার ফল বলছে, আজকে নির্বাচন অনুষ্ঠিত হলে ডগ ফোর্ডের পিসি পার্টিকে ভোট দেবেন ৩৪ শতাংশ ভোটার। লিবারেল পার্টিকে ভোট দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন ২৬ শতাংশ এবং এনডিপিকে ভোট দিতে চান ১৮ শতাংশ ভোটার। কাকে ভোট দেবেন সে সিদ্ধান্ত নেননি ১৫ শতাংশ ভোটা। সিদ্ধান্ত নিয়ে ফেলা ও ঝুঁকে থাকা ভোটারদের মধ্যে টোরিদের প্রতি সমর্থন দিয়েছেন সমীক্ষায় অংশ নেওয়া ৩৮ শতাংশ উত্তরদাতা। লিবারেলদের প্রতি সমর্থন জানিয়েছেন এই ভোটারদের ৩০ এবং এনডিপির প্রতি ২২ শতাংশ ভোটার।

- Advertisement -

প্রদেশজুড়ে ২ ও ৩ ফেব্রুয়ারি ১ হাজার ২৩৬ জন ভোটারের ওপর সমীক্ষাটি চালানো হয়। লিয়াজোঁ স্ট্র্যাটেজিজের অধ্যক্ষ ডেভিড ভ্যালেন্টিন এক লিখিত বিবৃতিতে বলেছেন, ডগ ফোর্ড ক্রম্বির চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে থাকলেও কিছু অঞ্চল ক্রম্বির জন্য আশাজাগানিয়া মনে হচ্ছে। লিবারেলরা অন্টারিওর উত্তরাংশে ৩৪ শতাংশ জনসমর্থন নিয়ে এগিয়ে আছে। ৪০ শতাংশ জনসমর্থন নিয়ে টরন্টোতেও এগিয়ে আছে দলটি। ৯০৫-এ অবশ্য ৩৮ শতাংশ জনসমর্থন নিয়ে সমান সমান অবস্থানে রয়েছে লিবারেল ও টোরিরা।

ভ্যালেন্টিন বলেন, বাকি অধিকাংশ অঞ্চলে ফোর্ড ভালোভাবেই এগিয়ে আছেন। সবচেয়ে বেশি ভালো অবস্থা ইস্টার্ন অন্টারিওতে। এই অঞ্চলের ৪৬ শতাংশ ভোটার টোরিদের ভোট দেবেন বলে জানিয়েছেন। দক্ষিণপশ্চিম অন্টারিওর ৪০ শতাংশ ভোটার ফোর্ডের পিসি পার্টির প্রতি তাদের সমর্থনের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বাস্থ্যসেবা ব্যবস্থা নিয়ে বাসিন্দাদের সমালোচনার বিষয়টিও উঠে এসেছে জরিপে। সমীক্ষা অনুযায়ী, ৬৬ শতাংশ মনে করেন পাঁচ বছর আগের তুলনায় স্বাস্থ্যসেবা ব্যবস্থা বর্তমানে বাজে অবস্থায় রয়েছে। প্রায় ৪৮ শতাংশ বলেছেন, ব্যবস্থাটি একইরকম থাকবে বলে তাদের বিশ্বাস। পরিস্থিতি আরও খারাপ হবে বলে বিশ^াস করেন সমীক্ষায় অংশ নেওয়া ২৪ শতাংশ অন্টারিওবাসী।

২৪ ঘণ্টার মধ্যে কোনো পারিবারিক চিকিৎসক পাবেন বলে আশা করেন না সমীক্ষায় অংশ নেওয়া প্রায় ৭৮ শতাংশ উত্তরদাতা। ৬৯ শতাংশ বলেছেন, প্রয়োজনের সময় হাসপাতালে কোনো জায়গা পাবেন বলে ভরসা করতে পারছেন না তারা। পরিস্থিতি খারাপের দিকে গেলে কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের দেখা পাবেন আস্থাবান হতে পারছেন না ৮২ শতাংশ উত্তরদাতা। আর ৭৪ শতাংশ বলেছেন, সঠিক সময়ে অস্ত্রোপচারের সুবিধা পাওয়ার কোনো আশা তাদের নেই।

 

- Advertisement -

Related Articles

Latest Articles