
অনাবাসী জীবনে ঈদের আনন্দ বলতে জামাতে ঈদের নামাজ আদায়। এরপর আর কোথাও ঈদের রেশ খুঁজে পাওয়া যায় না। নামাজ পড়ে দৌড়াতে হয় কাজে। কেউ কেউ ছুটি নিয়ে সময় কাটান পরিবার পরিজনদের সাথে। কিন্তু ব্যাচেলরের কাছে ঈদের নামাজের পর ঈদের কোন চিহ্ণ লেশ থাকে না। দেশে থাকা মা- বাবা, স্বজনদের সাথে ঈদ মোবারক, ঈদ শুভেচ্ছা বিনিময়ের পর ৮/১০ টা দিনের মতনই সাদামাটাভাবে কাটে ঈদের দিন। মন খারাপ করা ঈদের দিন ভুলে থাকতে চাঁদরাতে হেঁশেলে আমার দীর্ঘ সময় কাটে রান্না বান্না করে।
ঈদের দিন আমার সদর দরোজা সবার জন্য উন্মুক্ত বিধায় কাউকে বিশেষভাবে বলি না,আসুন বা আসো। যারা আমার বন্ধু, শুভাকাঙ্ক্ষী তারা এমনি চলে আসেন। ঈদ শুভেচ্ছা বিনিময়ের পর তাদের সাথে গল্প করে, খেয়ে সময় কাটে।
সবাইকে ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক।
মন্ট্রিয়ল, কানাডা