8.8 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

যৌন সম্পর্কে রাজি না হলে ভার্সিটি থেকে বের করে দেওয়ার হুমকি

যৌন সম্পর্কে রাজি না হলে ভার্সিটি থেকে বের করে দেওয়ার হুমকি - the Bengali Times
যৌনতায় রাজি না হলে ছাত্রীকে বের করে দেওয়ার হুমকি অধ্যাপকের

আবারও বিতর্কের কেন্দ্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়। আবারও অধ্যাপকের বিরুদ্ধে যৌন প্রস্তাব দেওয়ার অভিযোগ। ইতোমধ্যে অভিযুক্তের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে ইমেল পাঠিয়েছেন এমএ ফাইনাল ইয়ারের এক ছাত্রী। যদিও এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা তা জানা যায়নি এখনো।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভুক্তভোগী ছাত্রী জার্নালিজম ও মাস কমিউনিকেশন বিভাগের। পরীক্ষার সময় তাকে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করেছেন অধ্যাপক। এতে তার মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটছে। মন দিয়ে পড়াশোনা করতে পারছেন না।

- Advertisement -

তার অভিযোগ, ওই অধ্যাপক তাকে একাধিকবার যৌন সম্পর্ক তৈরির প্রস্তাব দিয়েছেন। কখনো সরাসরি, কখনো নিজের অনুগতদের মাধ্যমে বার্তা পাঠিয়েছেন। তিনি রাজি হননি।

গত ২১ তারিখ ভুক্তভোগীর পরীক্ষা ছিল। এর মাঝেই তাকে হল থেকে ডেকে বের করে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, তাকে নিজের ঘরে ডেকে নেন ওই অধ্যাপক। পরীক্ষায় নকলের অভিযোগ তুলে অবাঞ্ছিতভাবে ছাত্রীর দেহ স্পর্শ করেন তিনি। এ নিয়ে আপত্তি জানালে অধ্যাপক তাকে বলেন, তার প্রস্তাবে রাজি না হলে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেবেন।

অভিযোগ উঠেছে, বিশ্ববিদ্যালয়ের বামপন্থী সমর্থিত শিক্ষক সংগঠনে ওই অধ্যাপকের প্রভাব আছে। সেই জোরেই তিনি হুমকি দিচ্ছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles