9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

আগুন লাগার খবরে লাফিয়ে পড়ে অন্য ট্রেনে কাটা পড়লেন যাত্রীরা

আগুন লাগার খবরে লাফিয়ে পড়ে অন্য ট্রেনে কাটা পড়লেন যাত্রীরা - the Bengali Times

মর্মান্তিক এক ট্রেন দুর্ঘটনার সাক্ষী হল ভারতের ঝাড়খণ্ডের কালাজারিয়া রেলস্টেশন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই স্টেশনটিতে ট্রেনের নিচে কাটা পড়ে বহু মানুষ আহত ও নিহত হয়েছেন।

- Advertisement -

ভারতীয় বার্তাসংস্থা এএনআই জানিয়েছে, একটি ট্রেনে আগুন লাগার খবর শোনার পর রেললাইনে লাফিয়ে পড়েন যাত্রীরা। সেসময় অপরদিক থেকে আসা আরেকটি ট্রেন তাদের উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই একাধিক যাত্রী নিহত হয়েছেন।

তবে ঠিক কতজন মানুষ আহত বা নিহত হয়েছেন সেই সংখ্যা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে বহু মানুষ হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

আগুন লাগার খবরে লাফিয়ে পড়ে অন্য ট্রেনে কাটা পড়লেন যাত্রীরা - the Bengali Times

এদিকে টাইমস অব ইন্ডিয়াসহ বেশ কিছু ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এ দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বর্তমানে সেখানে উদ্ধার অভিযান চলছে। আহতদের দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে নিতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও বাস পাঠানো হয়েছে।

নিহত ও আহতরা ভগলপুর থেকে বেঙ্গালুরুগামী অঙ্গা এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন। এই যাত্রীরা ট্রেনে ‘আগুন’ লাগার ‘গুজব’ শুনে জীবন বাঁচতে রেললাইনে নেমে গিয়েছিলেন। ঠিক তখনই আরেকটি ট্রেন তাদের চাপা দেয়। এতে অনেকে কাটা পড়েন।

- Advertisement -

Related Articles

Latest Articles