17.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

যে অগ্নিকাণ্ড লন্ডন শহর বদলে দিয়েছে

যে অগ্নিকাণ্ড লন্ডন শহর বদলে দিয়েছে - the Bengali Times
ছবি সংগৃহীত

১৬৬৬ সালে লন্ডনে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ওই আগুনের প্রকোপ এতোটাই ছিলো যে, চারদিন পর নেভানো সম্ভব হয়েছিল।সে সময় শহরের অনেক স্থাপনা ধ্বংস হয়ে যায়। সংখ্যার বিচারে ১৩ হাজারেরও বেশি। ঘরবাড়ি পোড়া ছাই ছড়িয়ে পড়েছিল লন্ডনের মাটিতে। এরপরে শহরটিকে ঢেলে সাজানোর পরিকল্পনা করে কতৃপক্ষ। শুরু হয় পুনর্গঠন।

স্থাপনাগুলোতে পাথরের ব্যবহার বেড়ে যায়। সুসংগঠিত হয় লন্ডনে ফায়ার সার্ভিস। ওই অগ্নিকাণ্ডের পরে লন্ডনে গড়ে ওঠে ইনস্যুরেন্স ইন্ডাস্ট্রি।

- Advertisement -

উল্লেখ্য, ৪৩ খ্রিষ্টাব্দে রোমানরা ব্রিটেন দখল করে এবং পূর্ব ইংল্যান্ডের কোলচেস্টারে প্রাদেশিক রাজধানী স্থাপন করে। কোলচেস্টার যাবার পথ তৈরির উদ্দেশ্যে তারা টেম্‌স নদীর উপর একটি সেতু নির্মাণ করে। এভাবে সেতুর এপারে লন্ডিনিয়াম শহরের পত্তন ঘটে।

- Advertisement -

Related Articles

Latest Articles