7.8 C
Toronto
রবিবার, মে ৪, ২০২৫

গাজায় ধ্বংসস্তূপ থেকে ৯ দিন পর জীবিত শিশু উদ্ধার

গাজায় ধ্বংসস্তূপ থেকে ৯ দিন পর জীবিত শিশু উদ্ধার - the Bengali Times

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের ভেতর থেকে নয়দিন পর এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

শুক্রবার (১ মার্চ) এ রুদ্ধশ্বাস উদ্ধার অভিযানের ভিডিও প্রকাশ করা হয়।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, গত সপ্তাহে গাজা সিটির একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত ৩০ জন নিহত হন। ওই বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের ভেতর নয়দিন আটকে থাকার পর শুক্রবার এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়।

নয়দিন ধরে আটকে থাকায় কঙ্কালসার হয়ে গেছে শিশুটি। তবে তার জন্য চিকিৎসারও পর্যাপ্ত ব্যবস্থা নেই এখন।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্স বিভাগ জানায়, গত সপ্তাহে ইসরায়েলি বাহিনীন হামলায় ওই ভবনে থাকা অন্তত ৩০ জন নিহত হলেও ধ্বংসস্তূপের নিচে এক শিশুসহ চারজন আটকা পড়েন। তাদের উদ্ধারে শুরু হয় অভিযান। যন্ত্রপাতির অপ্রতুলতা থাকলেও তাদের জীবিত উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালানো হয়। নয়দিন পর অবশেষে তাদের উদ্ধার করা হয়েছে।

গেল ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। বেসামরিক স্থাপনা থেকে শুরু করে হাসপাতাল-দখলদার বাহিনীর হাত থেকে রক্ষা পাচ্ছে না কোনো কিছুই। যেখানেই সুযোগ পাচ্ছে সেখানেই চলছে নৃশংস বর্বরতা। এতে এখন পর্যন্ত নিহত হয়েছে ৩০ হাজারেরও বেশি ফিলিস্তিনি আর আহত হয়েছেন ৭০ হাজারের বেশি।

- Advertisement -

Related Articles

Latest Articles