9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

মদ বেচে ৪০০ কোটির বাংলো, গুঁড়িয়ে গেল দুই দিনে

মদ বেচে ৪০০ কোটির বাংলো, গুঁড়িয়ে গেল দুই দিনে - the Bengali Times
ছবি সংগৃহীত

বিলাসবহুল বাংলোটি তৈরি করতে খরচ হয়েছিল প্রায় ৪০০ কোটি রুপি। মাত্র দুইদিনেই সেই বাংলো ভেঙে গুঁড়িয়ে দিলো ভারতের দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষ। খবর প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার।

জানা গেছে, গত শুক্র ও শনিবার ছত্তরপুরে প্রয়াত মদ ব্যবসায়ী পন্টি চাড্ডার বাংলো ভেঙে দেওয়া হয়। প্রশাসন জানিয়েছে, সরকারি জমি বেআইনিভাবে দখল করে সেখানে স্থাপনা নির্মাণ করা হয়েছে। অভিযান চালিয়ে সেই জমি উদ্ধার করা হচ্ছে। প্রায় ১০ একর জমির ওপর তৈরি ওই বাংলোটি ভেঙে শুক্রবার ৫ একর এবং শনিবার বাকি ৫ একর উদ্ধার করা হয়।

- Advertisement -

গত ১৩ থেকে ১৭ জানুয়ারির মধ্যে উত্তর-পূর্ব দিল্লির একাধিক জায়গায় অভিযান চালায় দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষ। এই অভিযানের পর চাড্ডার ওয়েভ গ্রুপ তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

- Advertisement -

Related Articles

Latest Articles