0.2 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

হোটেল কক্ষে উদ্ধার বিদেশি নাগরিকের লাশ, শরীরে জখম

হোটেল কক্ষে উদ্ধার বিদেশি নাগরিকের লাশ, শরীরে জখম

চট্টগ্রাম নগরীর জিইসির মোড়ের অভিজাত আবাসিক হোটেল পেনিনসুলার একটি কক্ষ থেকে জদজিসলো মিসেল সিজারিবা (৫৮) নামে পোল্যান্ডের এক নাগরিকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ মার্চ) দুপুরে লাশটি উদ্ধার করা হয়।

- Advertisement -

পুলিশ জানিয়েছে, তার মাথায় এবং শরীরের বিভিন্নস্থানে জখমের চিহ্ন আছে। পুলিশের বলছে- প্রাথমিকভাবে একে হত্যা হিসেবে ধারণা করা হচ্ছে। আগে বেশ কয়েক দফায় এ হোটেলে থাকলেও দুবাই থেকে এসে গত ২৪ ফেব্রুয়ারি এই হোটেলে ওঠেন জদজিসলো মিসেল সিজারিবা।

হোটেলের রেজিস্ট্রারে ওই ব্যক্তির নাম লেখা আছে- জদজিসলো মিসেল সিজারিবা। বয়স ৫৮ বছর। তিনি নগরীর সিইপিজেডের ক্যানপার্ক গার্মেন্টসে কর্মরত রয়েছেন বলে উল্লেখ আছে। চট্টগ্রাম ইপিজেডে পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান ক্যান পার্কে পোশাকের মান পরীক্ষা করতে এসেছিলেন তিনি।

নিহত জদজিসলো মিসেল পোল্যান্ডের পোশাক ক্রেতাপ্রতিষ্ঠান বিগ স্টারের কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে কর্মরত ছিলেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-দক্ষিণ) নোবেল চাকমা সাংবাদিকদের বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে হোটেল থেকে থানায় খবর দেয়া হয় যে, ৯০৫ নম্বর কক্ষে একজন ব্যক্তির সাড়া মিলছে না। খবর পেয়েই আমরা এখানে আসি। দরজা খুলে ভেতরে প্রবেশ করার পর তাকে বিছানার একপাশে মৃত অবস্থায় পাওয়া যায়।

সূত্র : বিডি২৪লাইভ

- Advertisement -

Related Articles

Latest Articles