
বাথরুমে উঁকি দিয়ে গৃহবধূর স্নান দেখছিল প্রতিবেশী এক যুবক। হাতেনাতে ধরা পড়ার পর লজ্জা পাওয়া তো দূরের কথা, উল্টো হামলা চালান সেখানে থাকা নারীদের ওপর। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরের দক্ষিণ প্রান্তে অবস্থিত নরেন্দ্রপুরে।
এ ঘটনায় ওই গৃহবধূ নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত ওই যুবকের নাম সুরজিৎ মণ্ডল ওরফে টিংকু। তিনি নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা। প্রায়ই নেশা করে তিনি এমন কাজ করতেন অভিযোগ স্থানীয়দের।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার টিংকু বাথরুমে উঁকি দিয়ে লুকিয়ে এক গৃহবধূর স্নান করা দেখছিলেন। বিষয়টি দেখতে পেয়ে সেখানে থাকা অন্য নারীরা তাকে ধরে ফেলেন। এসময় টিংকু নিজেকে বাঁচাতে ওই নারীদের ওপর হামলা চালান। এতে এক নারীর মাথা ফেটে যায়।
হামলার শিকার নারীদের অভিযোগ, বিষয়টি নিয়ে অভিযুক্ত টিংকুর বাবা-মাকে জানানো হলে উল্টো ছেলে সমর্থনেই কথা বলেন তার।
এদিকে নরেন্দ্রপুর থানা পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে অভিযুক্ত টিংকুকে এখনও গ্রেপ্তার করা হয়নি।