2.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

পিএসএল চলাকালে একসঙ্গে সময় কাটাচ্ছেন শোয়েব-সানা

পিএসএল চলাকালে একসঙ্গে সময় কাটাচ্ছেন শোয়েব-সানা - the Bengali Times

অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে স্বামী শোয়েব মালিকের সঙ্গে অভিনেত্রী সানা জাভেদের পোস্ট করা একটি ছবি

যোগাযোগমাধ্যমে নিজেদের ছবি শেয়ার করে আলোচনায় পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক ও অভিনেত্রী সানা জাভেদ দম্পত্তি।

সানা জাভেদ তার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শোয়েব মালিকের সঙ্গে ছবিগুলো পোস্ট করেন। খবর সামা টিভির।

- Advertisement -

ছবিতে শোয়েব মালিকের পাশাপাশি ফাস্ট বোলার হাসান আলি এবং ক্রিকেটার মুহাম্মদ নওয়াজকেও দেখা গেছে।

সানা জাভেদের পোস্ট অনুযায়ী, ছবিগুলো গত ৭ মার্চ ইসলামাবাদে তোলা হয়েছিল। যেখানে এই দম্পতি একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। সানা জাভেদ তার পোস্টে হাসান আলি এবং মুহাম্মদ নওয়াজকেও ট্যাগ করেছেন। যার মাধ্যমে বোঝা যায় তারাও সেখানে উপস্থিত আছেন।

সানা জাভেদ ও শোয়েব মালিক গত ২০ জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন। এর আগে শোয়েব মালিক বিয়ে করেছিলেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জাকে। শোয়েব মালিক ও তার সাবেক স্ত্রী সানিয়া মির্জা ২০১৮ সালে ছেলে সন্তানের বাবা-মা হয়েছেন।

সানা জাভেদ ২০২০ সালে পাকিস্তানের সংগীতশিল্পী উমাইর জয়সওয়ালকে বিয়ে করেছিলেন।

উল্লেখ্য, চলতি বছর পাকিস্তানে সুপার লিগ শুরু হয়েছে ১৭ ফেব্রুয়ারি। চলবে ১৮ মার্চ পর্যন্ত।

- Advertisement -

Related Articles

Latest Articles