9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

স্ত্রী নয়, রাষ্ট্রপতির কন্যা হতে যাচ্ছেন পাকিস্তানের ‘ফার্স্ট লেডি’

স্ত্রী নয়, রাষ্ট্রপতির কন্যা হতে যাচ্ছেন পাকিস্তানের ‘ফার্স্ট লেডি’ - the Bengali Times
আসিফ আলী জারদারির কন্যা আসিফা ভুট্টো জারদারি

চিরাচরিত প্রথা ভেঙে পাকিস্তানের ফার্স্ট লেডি হতে যাচ্ছেন রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির কন্যা আসিফা ভুট্টো জারদারি, দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম এআরওয়াই নিউজের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।

সাধারণত রাষ্ট্রপতির স্ত্রী পান ফার্স্ট লেডির মর্যাদা। আনুষ্ঠানিক ঘোষণা হলে ফার্স্ট লেডির সকল সুযোগ-সুবিধা এবং প্রটোকল পাবেন আসিফা ভুট্টো। স্ত্রীর বদলে কন্যাসন্তানকে ফার্স্ট লেডির মর্যাদা দেওয়ার ঘটনা এর আগে পাকিস্তানে ঘটেনি।

- Advertisement -

আসিফ আলী জারদারির স্ত্রী বেনজির ভুট্টো আততায়ীর হাতে নিহত হন ২০০৭ সালে। তারই সন্তান আসিফা ভুট্টো। তিনি আসিফ আলী জারদারির তৃতীয় সন্তান। ২০২০ সালে পাকিস্তানের রাজনীতিতে আত্মপ্রকাশ করেন তিনি।

শনিবার (৯ মার্চ) পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি। তিনি পাকিস্তান তেহরিক-ইনসাফ (পিটিআই) সমর্থিত সুন্নি ইত্তিহাদ কাউন্সিলের প্রার্থী মাহমুদ খান আচাকজাইকে হারিয়েছেন।

আসিফ আলী জারদারি দ্বিতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। এর আগে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন তিনি। পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) নেতৃত্বাধীন জোট সরকারের শরিক দলগুলো প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আসিফ আলী জারদারিকে সমর্থন দিয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles