-0.1 C
Toronto
বুধবার, মার্চ ১২, ২০২৫

টরন্টোর দুই কাউন্সিলর

টরন্টোর দুই কাউন্সিলর

টরন্টোতে আমি যে এলাকায় থাকি তার নাম বিচেস-ইস্ট ইয়র্ক। সাথেই লাগানো স্কারবরো সাউথওয়েস্ট। দুই এলাকায় কাউন্সিলর দুজনের নাম ব্রাড ব্রাডফোর্ড এবং পার্থি ক্যান্ডেভ্যাল৷ ৬০তম জন্মদিনের আয়োজনে আমার এই দুই তরুণ বন্ধু এসেছেন। উচ্ছ্বাস প্রকাশ করে বক্তৃতা দিয়েছেন। পার্থি তো বিশাল সার্টিফিকেটও নিয়ে এলেন।

- Advertisement -

বন্ধুদের জন্য পার্থির সার্টিফিকেটের খানিকটা তুলে দিলাম।

Shri Subrata Kumar Das on his 60th Birthday!
Thank you for being such a valuable, consistent, and important community leader, author, and citizen! Your presence has enriched so many lives of the residents of Scarborough Southwest….

পার্থি যে আমার নামে শ্রী লাগিয়েছেন তা দেখে মজা লেগেছে৷ ও কিন্তু নিজের নামের ব্যাখ্যা করতে গেলে খুব উল্লেখ করেন মহাভারতের পার্থ অর্থাৎ অর্জুনের কথা।
আরও একটা উল্লেখ করার মতো বিষয় হলো পার্থি কিন্তু কখনও আমাকে নাম ধরে ডাকেন না, সুব্রতভাই বলে ডাকেন৷

 

- Advertisement -

Related Articles

Latest Articles