9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

জনপ্রিয় সংগীতশিল্পী সাদি মহম্মদের রহস্যজনক মৃত্যু

জনপ্রিয় সংগীতশিল্পী সাদি মহম্মদের রহস্যজনক মৃত্যু - the Bengali Times

হঠাৎ করেই দেশীয় সংগীতাঙ্গনে শোকের খবর। না ফেরার দেশে পাড়ি জমালেন কিংবদন্তি রবীন্দ্রসংগীতশিল্পী সাদি মহম্মদ। বুধবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গায়কের নিজ বাসার গান করার ঘরে ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে।

- Advertisement -

সাদি মহম্মদের মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ভাই নৃত্যশিল্পী শিবলী মহম্মদ। তিনি বলেন, আজও তানপুরা নিয়ে সংগীত চর্চা করেছেন সাদি। কিন্তু সন্ধ্যার পর হঠাৎ ঘরের দরজা বন্ধ দেখতে পাই।

শিবলী মহম্মদ বলেন, ঘরের দরজা বন্ধ পাওয়ায় আমরা দরজা ভাঙি। পরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাই।

এদিকে জানা গেছে, গত বছরের ৮ জুলাই সংগীতশিল্পী সাদির মা জেবুন্নেছা সলিমউল্লাহ (৯৬) মারা গেছেন। বার্ধক্যজনিত রোগে মায়ের মৃত্যুর পর থেকেই ট্রমার মধ্যে ছিলেন ছেলে সাদি। মানসিকভাবেও ঠিক স্বাভাবিক ছিলেন না তিনি।

- Advertisement -

Related Articles

Latest Articles