2.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

পুলিশি পাহারায় বিয়ে করলেন রিভলবার রানি ও গ্যাংস্টার

পুলিশি পাহারায় বিয়ে করলেন রিভলবার রানি ও গ্যাংস্টার - the Bengali Times
সংগৃহীত ছবি

বিয়ের পিঁড়িতে বসলেন ভারতের মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার সন্দ্বীপ ওরফে কালা জাথেদি। গতকাল মঙ্গলবার দিল্লির দ্বারকা এলাকার সন্তোষ গার্ডেন ব্যাঙ্কোয়েট হলে অনুরাধা চৌধুরী ওরফে ম্যাডাম মিঞ্জের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তিনি। অনুরাধা চৌধুরী ‘রিভলবার রানি’ নামেও পরিচিত। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ ব্যাঙ্কোয়েট হলের চারপাশে কঠোর নিরাপত্তা দিয়েছে। সন্দ্বীপের আইনজীবী ৫১ হাজার রুপি (প্রায় ৬৭ হাজার টাকা) ব্যয় করে এটি বুকিং দিয়েছেন।

- Advertisement -

নাম প্রকাশে না করার শর্তে একটি সূত্র জানিয়েছে, সন্দ্বীপের কুখ্যাতি ও আগের অপরাধের কথা মাথায় রেখে পুলিশ যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পরিকল্পনাও করে রেখেছিল।

মোস্ট ওয়ান্টেড অপরাধী সন্দ্বীপকে ধরিয়ে দিতে একবার সাত লাখ রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছিল। এরপর গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয় সন্দ্বীপকে। বিয়ের জন্য গতকাল দিল্লির একটি আদালত তাঁকে ছয় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির নির্দেশ দিয়েছেন। ‘রিভলবার রানি’ অনুরাধা চৌধুরীও বেশ কয়েকটি ফৌজদারি মামলার আসামি।

- Advertisement -

Related Articles

Latest Articles