9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

‘জায়েদ খানের বিয়ে’ নাটকটি শেয়ার করলেন জায়েদ নিজেই

‘জায়েদ খানের বিয়ে’ নাটকটি শেয়ার করলেন জায়েদ নিজেই - the Bengali Times
জায়েদ খান ও নাটকের পোস্টার

ঢালিউডের বর্তমান সময়ের আলোচিত-সমালোচিত নায়ক জায়েদ খান। একের পর এক অদ্ভুতুড়ে কর্মকাণ্ডের জন্য প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেতা। কিছুদিন আগেই খবর ছিলো বিয়ে করে বউ নিয়ে হানিমুনে গেছেন জায়েদ খান। নতুন বউকে নিয়ে কক্সবাজারে আন্তর্জাতিক মানের একটি হোটেলে উঠেছেন এবং সেখানের কিছু স্থিরচিত্র ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

যদিও সেটি ছিলো একটি বিজ্ঞাপনের দৃশ্য। এবার জায়েদ খানের বিয়ে নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘জায়েদ খানের বিয়ে’।
নাটকটি প্রচারিত হয়েছে প্রায় ছয়দিন আগে। যদিও নাটকের জায়েদ খান এবং বাস্তবের জায়েদ খানের মধ্যে কোন সাদৃশ্য নেই।

- Advertisement -

নাটকে দেখানো হয়েছে জায়েদ বিয়ে করতে চাচ্ছেন না কিন্তু কী কারণে তিনি বিয়ে করতে চাচ্ছেন না তা কেউ জানেন না। জায়েদ খানকে বিয়ে করানোর জন্য তার বাবা-মা, বন্ধু- বান্ধব, আত্মীয়-স্বজন সর্বোচ্চ চেষ্টা করছে, আবার বিয়ে করতে রাজি হলে কেনইবা বিয়ে ভেঙ্গে যাচ্ছে এবং শেষ পর্যন্ত জায়েদ বিয়ে করেন কিনা এমনই গল্পে নির্মিত এই নাটক।

নাটকটি নির্মাণ করেছেন মিজানুর রহমান রাহুল। নাটকের গল্প লিখেছেন ইউসুফ চৌধুরী এবং চিত্রনাট্য লিখেছেন আহসান হাবীব সকাল।

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আ খ ম হাসান, সিনি স্নিগ্ধা, রিসা চৌধুরী, মাসুম বাশার , মিলি বাশার , রেশমা আহমেদ , শফিক খান দিলু, দিশা মনি, সিমান্ত আহমেদ, ইমরান হাসো, অনুভব মাহবুব , আবু সাঈদ খান সহ আরও অনেকে।
নাটকের এই পোস্টারটি জায়েদ খান ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ‘ইন্টারেস্টিং’।

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে জায়েদ খানের ‘সোনার চর’ সিনেমা। যে ছবিতে আরও আছেন ওমর সানী ও মৌসুমী।

- Advertisement -

Related Articles

Latest Articles