
বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে যাওয়ার পর শহরের এক উঠতি মডেলকে ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে হবু স্বামীর বিরুদ্ধে। শুধু তাই নয়, ধর্ষণের ফলে ওই উঠতি মডেল অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ভয় দেখিয়ে জোর করে তার গর্ভপাতও করানো হয় বলেও অভিযোগ করা হয়। এমনকি খুনের হুমকিও দেওয়া হয়। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে কলকাতার সোনারপুরে।
মডেলের অভিযোগ, তার সঙ্গে কলকাতার এক নামী নাইট ক্লাবের ম্যানেজারের সামাজিক যোগাযোগমাধ্যমে আলাপ হয়। সেখান থেকেই তাদের প্রেমের সম্পর্ক শুরু হয়। এরপরই দুই পরিবার আলোচনার ভিত্তিতে আগামী ২৯ নভেম্বর দুজনের বিয়ে ঠিক করে। সবকিছু সুন্দর গোছানোভাবে এগোচ্ছিল। হঠাৎ হবু স্বামী তাকে বাড়িতে ডেকে পাঠান বাবা-মায়ের সঙ্গে বিয়ে নিয়ে জরুরি আলোচনার নাম করে।
উঠতি মডেল অভিযোগ করেন, ফাঁকা বাড়িতে তাকে একা পেয়ে একাধিকবার ধর্ষণ করে তার হবু স্বামী। তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সে কথা হবু স্বামীকে জানান।
এ কথা জানালে তাকে মারধর করা হয়। একটি ঘরে আটকে রাখা হয়। খুনের হুমকি দেওয়া হয়। এমনকি ভয় দেখিয়ে জোর করে তার গর্ভপাতও করানো হয়।
সোমবার রাতে (১৫ অক্টোবর) কলকাতার সেই উঠতি মডেল সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ চলছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।