15.8 C
Toronto
শুক্রবার, মে ২, ২০২৫

টেলর সুইফটের সঙ্গে ধোনি-কোহলির তুলনা

টেলর সুইফটের সঙ্গে ধোনি-কোহলির তুলনা - the Bengali Times
ছবি সংগৃহীত

আইপিএলে শুরু থেকে খেলছেন দুজন। এমএস ধোনি ও বিরাট কোহলিকে নিয়ে কথা বলতে গিয়ে মার্কিন গায়কের সঙ্গে তুলনা করলেন জস বাটলার।

রাজস্থানের ক্রিকেটারের মতে, টেলর সুইফটের কনসার্ট দেখতে গিয়ে যেভাবে পাগল হয়ে যায় দর্শকরা, একই অবস্থা হয় কোহলি-ধোনির ম্যাচ দেখতে গিয়েও।

- Advertisement -

এক ভিডিওতে বাটলার বলেছেন, ‘আইপিএলে ধোনি, কোহলিকে নিয়ে পাগলামি অনেক দিন ধরে লক্ষ্য করছি। ওদের জনপ্রিয়তার সঙ্গে কোনো ক্রিকেটারেরই তুলনা হয় না। ধোনি, কোহলি মাঠে নামলে যে চিৎকার হয়, তাতে মনে হয় ১০ বছরের ছেলেরা টেলর সুইফ্টের কনর্সাট দেখতে এসেছে। ওই চিৎকার সহ্য করা খুব কঠিন।’

- Advertisement -

Related Articles

Latest Articles