3.6 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫

ছবিতে চুম্বনের জন্য মার খেতে হতো স্ত্রীর কাছে : ইমরান হাশমি

ছবিতে চুম্বনের জন্য মার খেতে হতো স্ত্রীর কাছে : ইমরান হাশমি - the Bengali Times

স্ত্রীর সঙ্গে ইমরান হাশমি

ইমরান হাশমি বলিউডের ‘সিরিয়াল কিসার’ তিনি। ২০০৬ সাল থেকে পারভিন সাহানির সঙ্গে সুখী দাম্পত্য উপভোগ করছেন। তাদের সংসারে এক পুত্রসন্তান রয়েছে। প্রায় ১৭ বছরের দাম্পত্য জীবন তাদের।

১৯৭৯ সালের ২৪ মার্চ মুম্বাইয়ে জন্ম ইমরানের। তার ৪৫তম জন্মবার্ষিকী আজ। ‘ফুটপাত’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল তার।

- Advertisement -

২০০৪ সালে মুক্তি পাওয়া ‘মার্ডার’ ছবিটি তাকে কিসার হিসেবে অন্য রকম পরিচিতি এনে দেয়। ২০১২ সালে মুক্তি পাওয়া ‘রাজ থ্রি’ ছবিতে ইমরানের সঙ্গে বিপাশা বসুর ছিল এক দীর্ঘ চুম্বনদৃশ্য। বলিউডে এত দীর্ঘ চুম্বনদৃশ্য আগে কখনো দেখা যায়নি।

ইমরান জানান, ছবিতে চুম্বনের জন্য মার খেতে হতো স্ত্রীর কাছে। তিনি আরও জানান, তার স্ত্রী পারভিন চুম্বনের এসব দৃশ্য পছন্দ করতেন না। নিজের স্বামী পর্দায় অন্য নারীকে চুমু খাচ্ছে, সেটা মেনে নিতে পারতেন না পারভিন। এসব দৃশ্যে খুবই অসন্তুষ্ট হতেন ইমরানপত্নী।

শুটিংয়ে ঘাস খেতে হয়েছে মন্দিরাকেশুটিংয়ে ঘাস খেতে হয়েছে মন্দিরাকে
ইমরান বলেন, ‘এখন চুম্বনের দৃশ্য দেখলে সে খুব একটা মারে না। আগে তো ব্যাগ দিয়ে পেটাত।’ এ নিয়ে ইমরানের দুঃখও কম নয়।

এই অভিনেতা আরও বলেন, ‘আমার যন্ত্রণা কেউ বোঝে না। চুমু খেতে খেতে ক্লান্ত হয়ে পড়েছি। টানা ১৭ বছর একই রকম কাজ করে কেউ দেখাক! প্রতিটি ছবিতে অন্তত ২০টি করে চুমু খেতে হতো আমাকে।’

- Advertisement -

Related Articles

Latest Articles