14.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

দ্বিতীয় বিয়ের প্র্যাংক, ভুল বুঝে পাকিস্তানি নারীর আত্মহত্যা !

দ্বিতীয় বিয়ের প্র্যাংক, ভুল বুঝে পাকিস্তানি নারীর আত্মহত্যা ! - the Bengali Times

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ফাউজিয়া নামের এক নারী তার দুবাই প্রবাসী স্বামী রমজান দ্বিতীয় বিয়ে করেছেন শুনে আত্মহত্যা করেছেন। পাঞ্জাবের শিয়ালকোটের বাসিন্দা রমজান মধ্যপ্রাচ্যে থাকেন। সেখান থেকে ভিডিও কলে দেশে থাকা স্ত্রীকে রমজান জলেন মধ্যপ্রাচ্যের এক নারীকে তিনি বিয়ে করেছেন। এ কথা শুনে স্ত্রী ফাউজিয়া কল কেটে দিয়ে তার স্বামীকে কয়েকটি ভিডিও বার্তা পাঠিয়েই আত্মহত্যা করেন।

- Advertisement -

দুবাই প্রবাসী স্বামী দাবি করেছেন, তিনি আসলে ভিডিও কলে স্ত্রীর সঙ্গে মজা করে দ্বিতীয় বিয়ের কথা বলেছিলেন। যদিও তার স্ত্রী মজা বুঝতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন। পরিস্থিতি এমন হয়ে যায় যে- প্রাংক করার বিষয়টি বোঝানোর সুযোগই তার স্ত্রী তাকে দেননি।

আত্মহত্যার আগে ফাউজিয়া ভিডিও বার্তায় জানিয়েছেন, তিনি তার স্বামীকে অন্য কারো সঙ্গে ভাগ করে নিতে পারবেন না। এদিকে, এঘটনায় ফাউজিয়ার পরিবার রমজান ও তার পরিবারের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে। তারা দাবি করছে, ফাউজিয়াকে হত্যা করা হয়েছে। এরফলে এটি আত্মহত্যা না হত্যাকাণ্ড তা নিয়ে সংশয়ে রয়েছে পাকিস্তানের পাঞ্জাব পুলিশ।

সূত্র : ডেইলি পাকিস্তান।

- Advertisement -

Related Articles

Latest Articles