2.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ফুলের জন্য ভালবাসা

ফুলের জন্য ভালবাসা - the Bengali Times
ফুলের জন্য ভালবাসা

ফিরতে ঘরে নিত্য দেখি ঘরের কোণে একি
গোলাপ গাছে কুঁড়িগুলো উঠছে হেসে সেকি!
ফুটছে কুঁড়ি গোলাপ হয়ে একটা দু’টা শত
গল্পগুলো হয় না তো শেষ হয় না অনাগত।
ফুলের সঙ্গে বাতাস মিলে সখ্যতা এক গড়ে
একটু বাতাস দিলে দোলা গোলাপগুলো নড়ে
গল্প বলে পাপড়ি দুলে গল্প ছিল যতো
চপলা এক কিশোরী সে ঠিক যে আমার মতো।
হঠাৎ কেমন মুগ্ধতা আর ফুলের কিরণ মেখে
শূন্যতাকে করল পূরণ গল্প কথা লেখে-
চোখের সামনে শত গোলাপ কিন্তু মুখে হাঁক
আবছা থেকে মূর্ত হলো প্রিয় সে লাইলাক।
সাদা, গোলাপ কত্ত রঙের ফুলের হলো মেলা
ফেলে এলাম চুপিসারে, নির্জনে শেষ বেলা।
সাঁঝের বেলা, ভোর বিহানে তেমনি করে ফোটে
একই সুরে গুনগুনিয়ে গান গেয়ে সব ওঠে-
বার্তা পাঠায় বাতাসে যে প্রজাপতির পাখায়
আমার আদর নিয়ে তারা সারা গায়ে মাখায়।
আমার ফুলের বাগান আজও আমার কথা বলে
ফুলের ভালবাসায় আমার হৃদয়খানা দোলে!

স্কারবোরো, কানাডা

- Advertisement -
পূর্ববর্তী খবর
পরবর্তী খবর

Related Articles

Latest Articles