0.2 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

কানাডীয়ান এনসাইক্লোপিডিয়া

কানাডীয়ান এনসাইক্লোপিডিয়া
কানাডীয়ান এনসাইক্লোপিডিয়া

কানাডীয়ান এনসাইক্লোপিডিয়া কানাডার জাতীয় জ্ঞান-ভান্ডারের অন্যতম উৎস। কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অব কানাডীয়ান হেরিটেজের সহযোগিতায় হিস্টোরিকা কানাডা কর্তৃক এটি ইংরেজি ও ফরাসি ভাষায় প্রকাশিত হয়।

১৯৮৫ সালে এই বিশ্বকোষের প্রথম প্রকাশ ঘটে। প্রথম মুদ্রণে শব্দ সংখ্যা ছিল ৩০ লক্ষ। প্রকাশ করা হয়েছিল এক লক্ষ ৫৪ হাজার কপি। কিন্তু সেটি এত দ্রুত নিঃশেষিত হয়ে যায় যে, পরে সংখ্যাটি চার লক্ষ ৬৩ হাজার পাঁচ শততে উন্নীত করতে হয়।

- Advertisement -

২০০১ সাল থেকে কানাডার এই বিশ্বকোষ ইন্টারনেটে উপস্থাপিত হয়েছে। বিনা পয়সায় যে কোনো পাঠক পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এটিতে প্রবেশ করতে পারেন৷

বর্তমানে এতে রয়েছে ২৫ হাজারের মতো ভুক্তি। মোট ভুক্তি-লেখকের সংখ্যা ৫ হাজারের বেশি। আমি গর্বিত ও আনন্দিত যে, কানাডীয়ান এনসাইক্লোপিডিয়ার সাথে গত মাস থেকে আমিও চুক্তিবদ্ধ হয়েছি।

আমার প্রথম এন্ট্রি জামি মসজিদ – যেটি বৃহত্তর টরন্টো এলাকা প্রথম মসজিদ। মোট পাঁচবার সম্পাদকের টেবিল ঘুরে এবং আরও পাঁচবার ফ্যাক্ট চেকারের টেবিল ঘুরে এটি আজ ওয়েবসাইটে আপলোডেড হলো।

আশা করি বন্ধুরা প্রাণ-খুলে দোয়া ও আশীর্বাদ করবেন যাতে নতুন নতুন ভুক্তি দিয়ে এই জ্ঞানভাণ্ডারকে সমৃদ্ধ করতে সামান্য হলেও ভূমিকা রাখতে পারি।

ইস্টইয়র্ক, কানাডা

- Advertisement -
পূর্ববর্তী খবর
পরবর্তী খবর

Related Articles

Latest Articles