11 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫

রোজকে বাঁচানো টাইটানিকের সেই দরজা বিক্রি হলো ৮ কোটিতে

রোজকে বাঁচানো টাইটানিকের সেই দরজা বিক্রি হলো ৮ কোটিতে - the Bengali Times
সংগৃহীত ছবি

বিশ্বের সবচেয়ে বড় জাহাজের মর্মান্তিক দুর্ঘটনার গল্পে ১৯৯৭ সালে নির্মিত হয় ‘টাইটানিক’ সিনেমা। যেখানে রোজ চরিত্রে অভিনয় করেন কেট উইন্সলেট এবং জ্যাক চরিত্রে লিওনার্দো ডিক্যাপ্রিও। পর্দায় এই দুই তারকার রসায়ন ছুঁয়ে যায় লাখো কোটি দর্শকের হৃদয়।সিনেমার শেষের দিকে নায়িকা জাহাজের একটি ভাঙা দরজার সহায়তায় সমুদ্রে ভেসে ছিলেন। সিনেমার সেই দরজাটি এবার নিলামে উঠেছে।

মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস বলছে, নিলামে দরজাটি ৭ লাখ ১৮ হাজার ৭৫০ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ৭ কোটি ৯০ লাখ টাকারও বেশি।

- Advertisement -

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওই নিলামে আরও বেশ কিছু ঐতিহাসিক সিনেমার ব্যবহৃত পণ্য, সরঞ্জামও তোলা হয়। তবে এসব কিছুর মধ্যে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে টাইটানিকের সেই দরজাটি।

সিনেমাটিতে কেটের পরা পোশাকটিও নিলামে এক লাখ ২৫ হাজার ডলারে বিক্রি হয়েছে।

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান হেরিটেজ অকশন এ নিলামের আয়োজন করে। কাঠের বড় এই টুকরোকে কেবল একটি দরজা বলা হলেও নিলামে এটিকে বাস্তবিকভাবে টাইটানিকের প্রথম শ্রেণির লাউঞ্জের প্রবেশ দরজার ফ্রেমের একটি অংশ বলে উল্লেখ করা হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles